Neena Gupta: ‘… বড্ড সাহসের কাজ’, ছোট পোশাকে ছবি দিয়ে ঘোষণা নীনার
Neena Gupta: ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে তাঁর সম্পর্ক, বিয়ের আগেই গর্ভবতী হয়ে যাওয়ার ঘটনায় শুনতে হয়েছে নানা কটু কথাও। তবে তিনি দমে যাননি। একার হাতে মানুষ করেছেন মেয়েকে।
নীনা গুপ্ত মানেই ছকভাঙা। নীনা গুপ্ত মানেই সবার থেকে আলাদা। সমাজের ট্যাবুকে কোনওদিনই পাত্তা দেননি তিনি। এবার এলবিডি অর্থাৎ লিটল ব্ল্যাক ড্রেসে ছবি দিয়েই নীনার ঘোষণা ‘বড় সাহসের কাজ’। হাঁটুর উপর পোশাক, ক্লিভেজ দৃশ্যমান, নীনার চুল খোলা, ক্যাটওয়াক করতে করতে এগিয়ে আসছেন তিনি–এমনই এক ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে নীনা লিখেছেন, “অনেক সাহসের কাজ করলাম। এমন এক পোশাক পরে নিলাম।” নীনাকে কুর্নিশ জানিয়েছেন নেটনাগরিকরা। একজন লিখেছেন, “তোমাকে হিংসে হয়। যে জীবন তুমি কাটাচ্ছ, তা কেন আমার হল না’? এই জীবন কিন্তু একদিনে পাননি নীনা। একটা দীর্ঘ সময় নানা সমালোচনা, নানা অপমানের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। মা-বোনকে টেনে নিয়ে কটুক্তি করা হয়েছিল তাঁকে। কে করেছিল কটুক্তি? ঠিক কী ঘটেছিল নীনার সঙ্গে?
নীনার কথায়, “এক ছবিতে খুব ছোট একটি চরিত্রে আমায় অভিনয়ের সুযোগ দেওয়া হয়েছিল। আমার মাত্র তিন থেকে চারটে সংলাপ ছিল। কিন্তু পোস্ট প্রোডাকশনের সময় তাও কেটে বাদ দিয়ে দেওয়া হয়। আমার কিছুই বলার ছিল না। কোনও চরিত্রই ছিল না।” আর তা নিয়েই পরিচালককে প্রশ্ন করতেই নীনাকে হতে হয় চরম অপমানিত। তিনি যোগ করেন, “বিনোদ খান্না, জুহি চাওলাসহ সকলের সামনে মা-বোন তুলে গালিগালাজ করা হয়েছিল আমাকে। আমি কেঁদে ফেলি।”
ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে তাঁর সম্পর্ক, বিয়ের আগেই গর্ভবতী হয়ে যাওয়ার ঘটনায় শুনতে হয়েছে নানা কটু কথাও। তবে তিনি দমে যাননি। একার হাতে মানুষ করেছেন মেয়েকে। মেয়ে নীনা গুপ্ত এখন ফ্যাশন ডিজাইনার। ‘মাসাবা মাসাবা’ সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ভিভের সঙ্গে কোনওদিনও বিয়ে হয়নি তাঁর। তিনি কি ভিভকে ঘৃণা করেন? একবার এক সাক্ষাৎকারে নীনা বলেছিলেন, “আমি বিশ্বাস করি কাউকে ভালবাসলে তাঁকে ঘেন্না করা মোটেও সম্ভব নয়। আমি আমার কোনও প্রাক্তনকেই ঘৃণা করিনা। আমি আমার প্রাক্তন স্বামীকেও ঘেন্না করিনা না।” নীনা যোগ করেছেন, “আমার যদি এতই খারাপ লাগত তবে আমি তাঁর সঙ্গে সন্তানের জন্মই বা দিতাম কেন? । আমি কি পাগল?” হাতে বেশ কিছু ছবি রয়েছে নীনা। পিছনেত ফিরে তাকাতে চান না তিনি, তাঁর এখন শুধুই এগিয়ে যাওয়ার সময়।
View this post on Instagram