জনপ্রিয় ওয়েব সিরিজি মন্টু পাইলট, যেখানে শোলাঙ্কি ও সৌরভ জুটিতে এক কথায় হয়েছিল বাজিমাত। দর্শক মনে পলকে জায়গা করে নিয়েছিল হইচই প্ল্যাটফর্মের এই সিরিজ। তবে তারপর দ্বিতীয় সিরিজ নিয়ে বেশ কিছুদিন কোনও খবর আসনি ভক্তমহলে, করোনার কোপে কাজ ছিল বন্ধ, কিন্তু টলিপাড়ায় একটা গুঞ্জণ ছিল স্পষ্ট, এবার আর থাকছেন না শোলাঙ্কি, এবার তার বদলে নীলকুঠিতে দেখতে পাবেন দর্শকেরা নতুন মুখ, নতুন চরিত্রকে।
তিনি হলেন সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এবার মন্টু পাইলট ২ তে পাওয়া যাবে তাঁকে নতুন চরিত্রে। চরিত্রের নাম বহ্নি, সেই লুই এবার এলো সামনে। বুধবার প্রকাশ্যে আসতে তা ঝড় তোলে নেটদুনিয়ায়। পতিতার চরিত্রে ঠিক কতটা দাপটের সঙ্গে নিজেকে তুলে ধরার চ্যালেঞ্জ নিলেন মিথিলা, তার ঝলক মেলে প্রথম লুকেই। সাধারণ, সাদামাটা লুকে কখনও বিষাদ, কখনও আবার দাপটের সঙ্গে ভারী গহনাতে পতিতার চেনা লুকে ফ্রেমবন্দি হওয়া, চোখের কোণে জল, চরিত্রের দাপটে যে এবার তিনি নতুন ভুমিকায় যে দর্শকদের কতটা চমকে দিতে চলেছেন সে ইঙ্গিত স্পষ্ট। ইঙ্গিত মিলেছিল বহুদিন আগেই।
শুটিং মাঝে সৌরভের সঙ্গে ছবিও শেয়ার করেছিলেন তিনি, ক্যাপশনে লিখেছিলেন দোস্ত। মিথিলার সঙ্গে সৌরভের এই জুটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ভক্তমহল। দেরিতে হলেও অবশেষে কাজ শেষ হয়েছে এই সিরিজের। আগামী দুমাসের মধ্যেই সম্ভাব্য মুক্তি। পরিচালক দেবলায় ভট্টাচার্যের প্রস্তাব পেয়ে প্রথমটায় কিন্তু মনে হলেও, পড়ে তিনি নিজের সিদ্ধান্তে গর্ব বোধ করেন। ব্যক্তিগত কারণে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছিলেন শোলাঙ্কি, তবে থেকেই নতুন চরিত্র গড়ে মিথিলাকে দেওয়া হয় প্রস্তাব, আর তবে থেকেই ভক্তমনে কৌতুহলের পারদ তুঙ্গে, মিথিলাকে নয়া লুকে দেখে সিরিজের অপেক্ষায় দিনগুণছেন ভক্তমহল।
আরও পড়ুন- Viral Photo: ‘পোশাক না খুলেও সেলেব হওয়া যায় মা’, কেন হঠাৎ সোলাঙ্কিকে উপদেশ নেটপাড়ার?
আরো পড়ুন- RRR Controversy: বক্সঅফিসে ৫০০ কোটির ঝড়, ৯ কোটি পকেটে পুরেও মুখ ভার আলিয়ার
আরও পড়ুন- Social Media Troll: মুখ ফিরিয়েছে বলিউড, বয়সের ছাপ ভুলে হট পোজ়, ব্যাপক ট্রোলের শিকার আমিশা