Rakul Preet Singh: -১৫ ডিগ্রি, বিকিনিতে বরফ স্নান রাকুলের, ভিডিয়ো দেখে অবাক নেটপাড়া
Viral Video: এ কী করলেন রাকুল প্রীত, নিজের চোখকে যেন ভক্তরা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না...। এ কোন চ্যালেঞ্জ দিলেন সেলেব?

রাকুল প্রীত সিং, বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। তাঁর বোল্ড লুক থেকে শুরু করে স্টানিং ফ্যাশন পলকে ভক্তদের নজর কাড়ে। কখনও হতে হয় ট্রোল্ড, কখনও আবার তাঁরই প্রশংসায় ভক্তরা পঞ্চমুখ। তবে এবার যা করলেন রাকুল প্রীত, তা দেখে এক কথায় অনেকেরই চক্ষু চড়ক গাছ। নিজের চোখকে বিশ্বাই করতে পারলেন না যেন ভক্তরা। বরফের মাঝে হাড় কাঁপুনি ঠাণ্ডায় বিকিনিতে রাকুল প্রীত। না, চমক এখানেই শেষ নয়, উল্টে তিনি একপ্রকার নেমে পড়লেন সেই বরফ জলে স্নান করতে। ঝড়ের গতিতে ভাইরাল হলেন সেলেব। ভিডিয়ো শেয়ার করলেন ভক্তদের সঙ্গে। ছুড়ে দিলেন চ্যালেঞ্জ। কেউ কি এই সাহস দেখাতে পারবেন? জানতে চাইলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, একবার এক একটি ছবির জন্য চরম ট্রোল্ড হতে হয় তাঁকে। ভাইরাল সেই ছবিতে খোলা ছিল জিন্সের জ়িপ। রাকুলের কথায় সেক্স প্রসঙ্গে সমাজে এত রাখঢাক নয়, বরং প্রয়োজন সঠিক শিক্ষার। কীভাবে সঠিক পদ্ধতিতে যৌন সঙ্গমে লিপ্ন হওয়া উচিত, সেই সম্পর্কেও শিক্ষা দেওয়া প্রয়োজন। বিশেষ করে স্কুলে, এই প্রসঙ্গে কথা বলতে হবে। এই সময় কী করা উচিত, কী করা উচিত নয়, তা জানা একান্ত প্রয়োজন। এইচআইভি, এইডস এই বিষয় নিয়ে বারে বারে আলোচনা হয়। তবে এর বাইরে গিয়ে যৌনসঙ্গম নিয়ে আর কোনও শিক্ষাই দেওয়া হয় না।
রাকুল প্রীত নিজেই একবার জানিয়েছিলেন তিনি ট্রোলিং-এ খুব একটা নজর দেন না। কারণ, সোশ্যাল মিডিয়ায় নানান পোস্টের মাঝে এ ধরনের মন্তব্য খুব সাধারণ। রাকুলের শেষ মুক্তি পাওয়া ছবি রানওয়ে ৩৪। অজয় দেবগমের বিপরীতে এই নিয়ে দুই ছবি। আগামীতেও একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত এখন রাকুল। তারই মাঝে এই বোল্ড স্টেটমেন্ট ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। রাকুল প্রীতের কথায়, এটা খুব সাধারণ বিষয়, এটা খুব স্বাভাবিক বিষয়। এটা দুর্ভাগ্যের যে এই প্রসঙ্গে কথা বলতে মানুষ এত ভাবনা চিন্তা করে থাকেন। খোলামেলা জানান রাকুল প্রীত।
View this post on Instagram
