Ranbir Kapoor: ‘শামশেরা’ ফ্লপ, নিজেই নিজেকে ট্রোল করে হাসিতে ফেটে পড়লেন রণবীর
Ranbir Kapoor: গত বছরের মাঝামাঝি মুক্তি পেয়েছিল রণবীর সিংয়ের ছবি 'শামশেরা'। পরিচালক ছিলেন করণ মালহোত্রা। কোটি কোটি টাকা খরচ করে ওই ছবি তৈরি হলেও বক্সঅফিসে তা মুখ থুবড়ে পড়েছিল।

গত বছরের মাঝামাঝি মুক্তি পেয়েছিল রণবীর সিংয়ের ছবি ‘শামশেরা’। পরিচালক ছিলেন করণ মালহোত্রা। কোটি কোটি টাকা খরচ করে ওই ছবি তৈরি হলেও বক্সঅফিসে তা মুখ থুবড়ে পড়েছিল। এবার ওই ছবি নিয়ে নিজেই নিজেকে ট্রোল করলেন রণবীর কাপুর। এক অনুষ্ঠানে রণবীরের এক ভক্ত তাঁকে জানান, ‘শামসেরা’ তাঁর বেশ ভাল লেগেছে। শুনে হাসতে শুরু করে দেন রণবীর। শুধু কি তাই? বললেন, “যদি শামশেরা তোমার ভাল লেগে থাকে। তবে তুমি একজন অন্ধ ভক্ত”। এখানেই শেষ নয়, রণবীর আরও জানান, যদি ১৯৯০ সালের আগে এই ছবি মুক্তি পেতে তবে তা সুপারহিট হত। তাঁর কথায়, “আমার মনে হয় শামশেরার গল্পটা একটু বেশি প্রাচীন। দেখলেই মনে হয় আগে কোথায় দেখেছি। ছবির মধ্যে কোনও নতুনত্ব নেই।” ছবিতে রণবীর কাপুর ছাড়াও ছিলেন সঞ্জয় দত্ত ও বাণী কাপুর। ছবি ফ্লপ হওয়ার পর একটি টুইট করেছিলেন করণ। তিনি লেখেন, “একসঙ্গে সব কিছুকে সামলে নেব। ভাল, খারাপ ও কুৎসিত।” এখানেই শেষ নয় ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করা সঞ্জয় দত্তও এ নিয়ে মুখ খুলেছিলেন। তিনি লেখেন, “অনেক মানুষই ছবিটিকে ঘৃণা করছেন। এমন কিছু মানুষ ঘৃণা করছেন যারা হয়তো ছবিটিকে দেখেনওনি। খারাপ লাগে যখন ছবির নেপথ্যে থাকা পরিশ্রমটা চোখে পড়ে না।”
কিছু দিন আগেই রণবীর কাপুর বাবা হয়েছেন। তাঁর কাঁধে এখন বিশাল দায়িত্ব। মেয়ে রাহার তিনিই ‘বার্পিং স্পেশ্যালিস্ট’। অর্থাৎ বাচ্চাকে খাওয়ানোর পর তাকে ঢেকুর তোলাতে হয়, সেই কাজটা বেশ ভালভাবেই করতে পারেন বলে জানিয়েছেন রণবীর। শুধু কি তাই? ডায়পার পরিবর্তন থেকে শুরু করে, রাহার যাবতীয় কাজ, তাঁকেই সামলাতে হয়। বলিউডে তিনি পরিচিত ‘অল ইন্ডিয়া রেডিও’ হিসেবে। অর্থাৎ তিনি নাকি সারাক্ষণ গসিপ করেন, এমন কিছু নেই যা তিনি জানেন না। সেটে সবাইকে নিয়ে থাকতে ভালবাসেন। সবার সঙ্গে মজাও করেন। পিছনে লাগা, সব কিছুই চলতে থাকে পুরোদমে।
কিছু মাস আগেই ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি। সেখানে ট্রোলিং নিয়ে মুখ খুলেছিলেন তিনি। জানিয়েছিলেন আলিয়া ভাটকেও ট্রোল করেন তিনি। রণবীর বলেন, “আমি নিজেই ট্রোল। আমি আমার বন্ধুদের নিয়ে মজা করি, আলিয়াকে যে কী ট্রোল করি তা বলে বোঝাতে পারব না।” নেটিজেনদের ট্রোলিং নিয়ে তাঁর মন্তব্য, “কিছু মন্তব্য সত্যিই খুব খারাপ থাকে। কিন্তু দিনের শেষে বিনোদন দেওয়াই আমাদের কাজ। যদি মনে হয় দর্শক আমাদের ভালবাসা দেবেন, যদি মনে হয় ভাল লাগছে না ইট ছুঁড়বে।”





