Pushpa: পুষ্পা মুক্তির ২ সপ্তাহ আগে আইটেম ডান্সের প্রস্তাব কেন গ্রহণ করেছিলেন সামান্থা

Koffee With Karan: সামান্থার কথায় তিনি যখন দ্য ফ্যামিলি ম্যান ২-এর শুটিং শুরু করেছিলেন, তখনও পর্যন্ত প্রথম সিজ়ন মুক্তি পায়নি। দ্য ফ্যামিলি ম্যান ২ দিয়েই সামান্থার ওটিটি-তে অভিষেক ঘটে।

Pushpa: পুষ্পা মুক্তির ২ সপ্তাহ আগে আইটেম ডান্সের প্রস্তাব কেন গ্রহণ করেছিলেন সামান্থা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2022 | 12:34 PM

সামান্থা প্রভু, দক্ষিণী সিনেদুনিয়ার এই জনপ্রিয় স্টারকে ঘিরে জল্পনা তুঙ্গে প্রথম থেকেই। মিষ্টি এই অভিনেত্রীকে বারে বারে রোম্যান্টিক ছবিতেই দেখা গিয়েছে। তবে ছক ভেঙে একাধিক কাজ করেছেন সামান্থা প্রভু। সম্প্রতি তাঁকে পাওয়া গেল কফি উইথ করণ সিজ়ন ৭-এ। সেখানেই তিনি এসেছিলেন অক্ষয় কুমারের সঙ্গে। এই দুই স্টারকে এক সঙ্গে পেয়ে একাধিক প্রশ্ন করেছিলেন করণ। যার মধ্যে সামান্থাকে করা একটি প্রশ্ন হল ও অন্তাওয়া আইটেম ডান্স ঘিরে। পুষ্পা ছবি মুক্তিতে বাকি ছিল আর মাত্র ২ সপ্তাহ। সেই সময় এমন কাজ কেন করলেন সামান্থা!

নিজেই তিনটি পরিস্থিতির কথা তুলে ধরেন খোদ করণ, প্রথমত তিনি এটা খুব বড় প্রজেক্ট ছিল বলে, বা এটাই ছবির স্ট্র্যাটেজি ছিল বা তিনি শেষ পর্যায় মনে করেছিলেন, করে দেখিয়ে দেবেন। সামান্থা শেষ শর্তটাকেই মেনে নিয়েছিলেন। জানিয়েছিলেন, তিনি চেয়েছিলেন যে এই গানটিতে আগুন ধরাতে। গানটি শোনা মাত্রই তাঁর ভীষণ পছন্দ হয়, আর তিনি স্থির করেন, তিনিই পারবেন এই গানটিকে সঠিকভাবে ফুঁটিয়ে তুলতে। তেমনটাই চেষ্টা করেন তিনি। তবে এটাই প্রথম নয়। দ্য ফ্যামিলি ম্যানও তাঁর কাছে নতুন একটি প্রজেক্ট ছিল।

সামান্থার কথায় তিনি যখন দ্য ফ্যামিলি ম্যান ২-এর শুটিং শুরু করেছিলেন, তখনও পর্যন্ত প্রথম সিজ়ন মুক্তি পায়নি। দ্য ফ্যামিলি ম্যান ২ দিয়েই সামান্থার ওটিটি-তে অভিষেক ঘটে। কেন তিনি সেই সিরিজের প্রস্তাব গ্রহণ করেছিলেন! কারণ সামান্থার মতে দক্ষিণের পরিচালকেরা তাঁকে একভাবে দেখে এসেছেন। তাই বারে বারে তাঁকে এক ধরনের চরিত্রেরই প্রস্তাব দিয়ে থাকেন। কিন্তু সামান্থা চেয়েছিলেন নিজেকে ভেঙে গড়তে। সেই কারণেই এই রাজি চরিত্রটাকে তিনি চ্যালেঞ্জের মত করে নিয়েছিলেন। তিনি যে ছকভাঙা চরিত্রেও বাজিমাত করতে পারেন, দিয়েছেন তার প্রমাণও।