মাদক-কাণ্ডে ফাঁসার পর পুরোপুরি কাজে মন দিয়েছেন শাহরুখ খানের জ্যেষ্ঠপুত্র আরিয়ান খান। তিনি নাকি একটি ওয়েব সিরিজ় পরিচালনা করতে চলেছেন। প্রথমে শোনা যাচ্ছিল, যে বাবার প্রযোজনা সংস্থা রেড চিলিজ়ের জন্যই একটি ওয়েব সিরিজ়ের চিত্রনাট্য ও গল্প নিয়ে কাজ করছেন আরিয়ান। তারপর জানা যায়, কেবল চিত্রনাট্য লেখা নয়, আরিয়ান সেটি পরিচালনাও করবেন। আসলে বিদেশ থেকে এই দুটি বিষয় নিয়েই লেখাপড়া করে ডিগ্রি নিয়ে এসেছেন আরিয়ান। বোন সুহানার মতো অভিনয়ে নয়, আরিয়ানের ফোকাস চিরকালই পরিচালনা। তাই সেই কাজেই নিজেকে ডুবিয়ে ফেলেছেন আরিয়ান। ছেলেকে কাজে মন দিতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শাহরুখ-গৌরীও।
আরিয়ান যে ওয়েব সিরিজ়ে কাজ করবেন, সেটির বিষয়বস্তু নিয়ে সকলে মুখে কুলুপ এঁটেছেন। কাকপক্ষীকেও জানতে দেওয়া হয়নি। না হলে এতদিনে সংবাদ মাধ্যমের কাছে খবর চলে আসত। কিন্তু এ খবর সামনে এসেছে, যে অ্যামাজ়ন প্রাইম ওটিটি প্ল্যাটফর্মের স্ট্রিম করার কথা আরিয়ানের জীবনের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ়।
জানা গিয়েছে, সম্প্রতি শুটিংয়ের লোকেশনের জন্য খোঁজখবর লাগাতে শুরু করেছেন খান-পুত্র আরিয়ান। পরীক্ষাও করবেন শুটিং নিয়ে। কিন্তু পিপিংমুন ডট কমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আরিয়ানের সঙ্গে তাড়াতাড়ি কাজ শুরু করতে চাইছে অ্যামাজ়ন। তবে আরিয়ান এখনই চাইছেন না। তিনি আরও সময় চাইছেন। তিনি নাকি এখনও সে রকম আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেননি। জীবনের প্রথম পরিচালনা, তাই প্রাণে ভয় রয়েছে আরিয়ানের। হাতেকলমে আরও একটু কাজটা শিখে নিতে চাইছেন।
আরও পড়ুন: Trina Saha: আমি আর নীল দু’জনেই বাচ্চা, আপাতত সন্তান নেওয়ার প্ল্যান নেই: তৃণা সাহা
আরও পড়ুন: Bollywood Inside: কাপুর পরিবারে সত্যি ভাল আছেন, নাকি সবটাই লোক দেখান আদর? করণকেই সত্যিটা বলবেন আলিয়া