Police Series: ক্যামেরা হাতে ছুটছেন রোহিত, সিদ্ধার্থ-শিল্পাকে নিয়ে চলছে শুটিং, দেখুন ভিডিয়ো

Shooting: প্রথম শিল্পার অ্যাকশন, তারপরই সিদ্ধার্থের অ্যাকশন। দুই ফ্রেমবন্দি করে নিজেই কাট বলে ক্যামেরা রাখলেন রোহিত শেট্টি।

Police Series: ক্যামেরা হাতে ছুটছেন রোহিত, সিদ্ধার্থ-শিল্পাকে নিয়ে চলছে শুটিং, দেখুন ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2022 | 1:40 PM

সিংঘম দিয়ে শুরু। একের পর এক পুলিশ সিরিজের হাত ধরে বারে বারে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন পরিচালক রোহিত শেট্টি। অ্যাকশন তাঁর জ্যঁর। সে কমেডির মোড়কে হোক বা গুরুগম্ভীর বিষয়, অ্যাকশন ভরপুর ছবির ফ্রেমে বরাবরই চমক লাগিয়েছেন রোহিত শেট্টি। ঝড়ের গতিতে ভািরাল হয়েছে এক একটি চরিত্র। কখনও সিংঘম, কখনও আবারও সিম্বা। তালিকায় নাম লিখিয়েছেন অজয় দেবগণ, রণবীর সিং, অক্ষয় কুমার ও শিল্পা শেট্টি। রোহিতের হাতে এই প্রথম মহিলা পুলিশ, শিল্পাকে দিয়েই শুরু পুলিশ সিরিজের ওটিটি ডেবিউ।

হাঙ্গামা রিটার্নস দিয়ে পর্দায় কামব্যাক করেছিলেন শিল্পা শেট্টি। সেই ছবি বক্স অফিসে সেভাবে সফল না হলেও শিল্পাকে ঘিরে ভক্তদের মনে ছিল উত্তেজনার পারদ তুঙ্গে। তার আগেই রোহিত শেট্টির সঙ্গে জুটি বাঁধার খবর এসেছিল সামনে। প্রকাশ্যে এসেছিল প্রথম লুকও। বর্তমানে সেই সিরিজের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন শিল্পা শেট্টি। নিজেই শেয়ার করলেন শুটিং সেটের ভিডিয়ো। যা ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। রোহিত শেট্টির ছবির সেটের অন্দরমহলের কাহিনি, ঠিক কীভাবে চলছে শুটিং। এক ঝলক দেখে নিতে সকলেই শিল্পার সোশ্যাল মিডিয়ার পাতায় উঁকি দিচ্ছেন।

আর সেই ভিডিয়োতে চোখ রাখতেই চোখে পড়ল সিদ্ধার্থ মালহোত্রার লুকও। এই সিরিজেই পুলিশ তালিকায় নাম লিখিয়েছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও। এবার ফ্রেমে পাওয়া গেল তাঁকেও। রোহিত শেট্টি নিজেই ঝাঁপিয়ে পড়েছেন শুটিং করতে। হাতে ক্যামেরা। নিজেই অ্যাকশন বলে দৌরচ্ছেন ফ্রেমবন্দি করতে। প্রথম শিল্পার অ্যাকশন, তারপরই সিদ্ধার্থের অ্যাকশন। দুই ফ্রেমবন্দি করে নিজেই কাট বলে ক্যামেরা রাখলেন রোহিত শেট্টি। এই ভিডিয়োতেই এখন বুঁদ নেটপাড়া। ঠিক কীভাবে নিজেই সমস্ত দায়িত্ব নিয়ে শুটিং সেটে তৎপর থাকেন রোহিত মিলল তারই ঝলক।