AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suhana khan: রেস্তোরাঁয় খাবার পরিবেশন করছেন শাহরুখ কন্যা সুহানা? দেখে মুগ্ধ নেটপাড়া

viral Video: না, বন্ধুরা মিলে রেস্তরাঁয় গিয়ে পার্টি করা নয়, বরং ৭৭তম স্বাধীনতা দিবসের সাদা সাবেকি পোশাকে প্রত্যেকে উপস্থিত হয়েছিলেন এই রেস্তোরাঁয় এক মহৎ কাজে অংশ নিতে।

Suhana khan: রেস্তোরাঁয় খাবার পরিবেশন করছেন শাহরুখ কন্যা সুহানা? দেখে মুগ্ধ নেটপাড়া
| Edited By: | Updated on: Aug 16, 2023 | 6:22 PM
Share

বলিউডে এবার পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা খান। এই খবর নতুন নয়, কেবল সুহানাই নয়, তার সঙ্গে অগস্ত্য নন্দা ও খুশি কাপুরও বলিউডে কাজ শুরু করলেন। তবে ছবি নয়, সকলের পরিচিত গল্প দ্য আর্চিস দিয়েই দর্শকের সামনে আসতে চলেছেন এই তারকা সন্তানেরা। সিরিজের কাজ শেষ। ইতিমধ্যেই টিজ়ার থেকে ট্রেলার দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ফারহান আখতর পরিচালিত এই সিরিজ মুক্তি পাবে নেটফ্লিক্সে। এখন সিরিজের প্রচারে ব্যস্ত টিম আর্চিস। তার মাঝে এ কী কাণ্ড? এই টিমের প্রতিটি সদস্যকেই দেখা গেল মুম্বইয়ের এক রেস্তোরাঁয় খাবার পরিবেশন করতে। না, বন্ধুরা মিলে রেস্তরাঁয় গিয়ে পার্টি করা নয়, বরং ৭৭তম স্বাধীনতা দিবসের সাদা সাবেকি পোশাকে প্রত্যেকে উপস্থিত হয়েছিলেন এই রেস্তোরাঁয় এক মহৎ কাজে অংশ নিতে।

এই রেস্তোরাঁ তরফ থেকে আয়োজন করা হয়েছিল বিশেষ ভোজের। স্বাধীনতা দিবস উপলক্ষে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছিল এই রেস্তোরাঁ। আর সেই মহৎ উদ্যোগে শামিল হয়েছিলেন টিম দ্য আর্চিস। উপস্থিত ছিলেন, সুহানা খান, খুশি কাপুর, যুবরাজ মেন্ডা, অদিতি সেইগল, অগস্ত্য নন্দ ও বেদাঙ্গ রাইনারা। সকলের সঙ্গে তাঁরাও এদিন হাসিমুখে প্রত্যেকের পাতে পাতে খাবার পরিবেশন করলেন। নিজেরাও সেখানেই পাত পেরে খেলেন। সোশ্যাল মিডিয়া এই ছবি ভাইরাল হতেই তা চর্চার কেন্দ্রের জায়গা করে নেয় রাতারাতি। রীতিমতো প্রশংসা করে এই তারকা সন্তানেরা। প্রত্যেকেই পরিচিত মুখ তারকা সন্তান হওয়ার কারণে ছোট থেকেই তারা লাইম লাইটে। এবার দেখার নিজে নিজে ভূমিকায় অভিনয় জগতে কে কতটা দাপটের সঙ্গে জায়গা করে নিতে পারে।

সুহানা খান বরাবরই চেয়েছিলেন অভিনয় জগতে আসতে, বিদেশে পড়াকালীন তিনি একটি ছোট্ট কাজও করেছিলেন। বন্ধুর সঙ্গে করা সেই শর্ট ফিল্মের তাঁর ক্লিপিং ছড়িয়ে পড়েছিল সর্বত্র। তবে বড় মাপের কোনও কাজে অতীতে দেখা যায়নি সুহানা- অগস্ত্য কিংবা খুশি কাপুরকে। তাই এবার স্টারকিডদের কাজ দেখায় জন্য মরিয়া হয়ে উঠেছে দশকেরা। যদিও কবে মুক্তি পাচ্ছে এ সিরিজ তা নিয়ে এখন কোনও নির্দিষ্ট উত্তর মেলেনি বিটাউন সূত্রে।