Swara Bhasker: ‘যে ছিল ভাই, সেই হল স্বামী’! ফহাদকে নিয়ে স্বরার পুরনো টুইট ভাইরাল
Swara Bhasker: কবে কোথায় ফহাদের সঙ্গে আলাপ স্বরার? সমাজবাদী পার্টির মহারাষ্ট্র ও মুম্বইয়ের যুব সংগঠনের সভাপতি পদে আসিন রয়েছেন তিনি।
আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর ও সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। তাঁদের বিয়ে নিয়ে সমাজের বিভিন্ন স্তরে চলছে আলোচনা। এরই মধ্যে একটি টুইট ভাইরাল হয়েছে। যে টুইট করেছিলেন স্বরা নিজেই। করেছিলেন ফহাদকে নিয়ে। বেশিদিন আগের টুইট নয়। এই মাসেরই গোড়ার দিকে গত ২ ফেব্রুয়ারি ছিল ফাহাদের জন্মদিন। জন্মদিনে ফহাদকে নিয়ে এক মিষ্টি ছবি শেয়ার করে তিনি লেখেন, “জন্মদিনের অনেক শুভেচ্ছা ফহাদ মিয়াঁ। ভাইয়ের এই আত্মবিশ্বাস যেন বজায় থাকে। সুস্থ থেকো। ভাল থেকো। আর বয়স তো হচ্ছে, এবার বিয়েটা করে নাও।” স্বরা যখন এই পোস্টটি করছেন তখন কোর্টে তাঁদের আইনি বিয়ের জন্য যাবতীয় তথ্য জমা দেওয়া হয়ে গিয়েছে। যা নেটিজেন জানতে পেরেছেন গতকাল অর্থাৎ বৃহস্পতিবার। আর তাতেই বেজায় রেগে নেটিজেন। তাঁদের প্রশ্ন, বিয়ের প্রস্তুতি চলা সত্ত্বেও কেন তাহলে অমন হেঁয়ালি করেছিলেন স্বরা? যার সঙ্গে সংসার সাজানোর পরিকল্পনা করছিলেন, তাঁকেই বা কেন ডাকলেন ভাই? এ সব আলোচনাই যখন চলছে, তখন স্বরা ও ফহাদ কিন্তু দিন কাটাচ্ছেন নিজেদের মতো করে। মুম্বইয়ে ছোট করে আয়োজিত হয়েছে বাগদানের অনুষ্ঠান। যেখানে হাজির ছিলেন সোনম কাপুর। মার্চ মাসে অনুষ্ঠান করে বিয়ে হবে তাঁদের।
কবে কোথায় ফহাদের সঙ্গে আলাপ স্বরার? সমাজবাদী পার্টির মহারাষ্ট্র ও মুম্বইয়ের যুব সংগঠনের সভাপতি পদে আসিন রয়েছেন তিনি। মিছিলেই আলাপ দু’জনের। মিছিল থেকেই শুরু বন্ধুত্ব। স্বরার চেয়ে বয়সে বেশ কয়ের বছরের ছোটই তিনি। বন্ধুত্ব যে কখন প্রেমে গড়িয়ে গেল তা বুঝতে পারেননি দুজনের কেউই। বুঝতে যখন পারলেন তখন আর সময় নষ্ট নয়। একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
जन्मदिन मुबारक फ़हाद मियाँ! भाई का कॉन्फ़िडेंस बरकरार रहे 🙂 @FahadZirarAhmad खुश रहो, आबाद रहो.. उम्र हो रही है अब शादी कर लो! ?????? Have a great birthday & a fantastic year dost! ✨ pic.twitter.com/3Rzak1MuQB
— Swara Bhasker (@ReallySwara) February 2, 2023
২০২০ সালে মার্চ মাসে তাঁদের হোয়াটসঅ্যাপে কথা শুরু হয়। বোনের বিয়েতে স্বরাকে আমন্ত্রণ জানান ফাহাদ। আসতে পারেননি স্বরা, শুটিং ছিল তাঁর। কিন্তু একটি বিড়ালই মিলিয়ে দেয় তাঁদের। শুরু হয় প্রেম। একসঙ্গে মিটিং, পায়ে হেঁটে মিছিল, ব্যারিকেড… হাতে-হাত…মিলে মিশে এক হয়ে যায়। আপাতত মার্চের দিকে তাকিয়ে তাঁরা। যদিও ট্রোল চলছে ট্রোলের মতোই।