‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনে টাবু থাকবেন?

টাবু এই সিজনের সঙ্গে যুক্ত সব কলাকুশলীকেই বাহবা দিয়েছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজনের বেশ কিছু সদস্য আবার সৌজন্যমূলক ধন্যবাদ জানিয়েছেন।

‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনে টাবু থাকবেন?
মনোজ বাজপেয়ী এবং টাবু।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2021 | 12:15 PM

রাজ এবং ডিকে পরিচালিক মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজন বহু দর্শকের ভাল লেগেছে। সেই তালিকায় রয়েছেন সেলেবরাও। ঠিক যেমন এই ওয়েব সিরিজ দারুণ পছন্দ হয়েছে বলিউড অভিনেত্রী টাবুর। সোশ্যাল ওয়ালে দ্বিতীয় সিজনের একটি পোস্টার শেয়ার করে নিজের মনের ভাব প্রকাশ করেছেন অভিনেত্রী।

টাবু এই সিজনের সঙ্গে যুক্ত সব কলাকুশলীকেই বাহবা দিয়েছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজনের বেশ কিছু সদস্য আবার সৌজন্যমূলক ধন্যবাদ জানিয়েছেন। এ ভাবে প্রকাশ্যে এই সিরিজের প্রশংসা করার জন্য দর্শকের একটা বড় অংশ মনে করছেন, হয়তো থার্ড সিজনে দেখা যেতে পারে টাবুর অভিনয়।

টাবু এবং মনোজ একসঙ্গে ‘মিসিং’, ‘ঘাট’, ‘দিল পে মাৎ লে ইয়ার’-এ অভিনয় করেছেন। গত ২০ বছর ধরে তাঁরা একে অপরের বন্ধু। ফলে বন্ধুর কাজের প্রশংসা কোনও কারণ ছাড়াই করতে পারেন অভিনেত্রী। প্রতিদিন নিজের উন্নতি করেন মনোজ, তাঁর সঙ্গে কাজ করে এই উপলব্ধি হয়েছিল টাবুর। পাশাপাশি দক্ষ সহঅভিনেতা থাকলে নিজের পারফরম্যান্সও ভাল হয় বলে মনে করেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত ‘ফ্যামিলি ম্যান’-এর পরবর্তী সিজনে তাঁকে দেখা যাবে কি না, তা নিয়ে মুখ খোলেননি টাবু।

View this post on Instagram

A post shared by Tabu (@tabutiful)

তৃতীয় সিজন শুরু হওয়া প্রসঙ্গে সদ্য এক সাক্ষাৎকারে এই সিরিজের মুখ্য অভিনেতা মনোজ বাজপেয়ী বলেন, “প্রত্যেকেই এখন গৃহবন্দি। আগে লকডাউন উঠে যাক। সব সুযোগ তৈরি হোক। আমি নিশ্চিত এর তৃতীয় সিজন তৈরি হবে। এখন তো লেখকরাও বন্দি। কিন্তু গল্প বা চিত্রনাট্য তো ওদের মাথাতেই রয়েছে। সব কিছু ঠিক থাকলে তৃতীয় সিজন তৈরি হতে এক থেকে দেড় বছর সময় লাগবে।”

এই সিরিজের প্রথম সিজনে মুম্বই, দিল্লি, কাশ্মীরে শুটিং হয়েছিল। দ্বিতীয় সিজনে চেন্নাই, লন্ডন, মুম্বই এবং দিল্লির বিভিন্ন অংশে শুটিং হয়। তৃতীয় সিজনে সম্ভবত উত্তরপূর্ব ভারতের কিছু অংশ দেখতে পাবেন দর্শক। ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের কাজ শুরু করার আগে পরিচালক জুটি রাজ এবং ডিকে সম্ভবত অন্য একটি ওয়েব সিরিজ তৈরি করবেন। সেখানে শাহিদ কাপুরকে নিয়ে কাজ করবেন তাঁরা। সেই ওয়েব সিরিজের কাজ শেষ হলে ফের ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর কাজে হাত দেবেন তাঁরা।

আরও পড়ুন, ‘মায়ের গন্ধ বাবার কাছে…’, নস্ট্যালজিয়ায় ভাসলেন দিতিপ্রিয়া