Tamannaah Bhatia: পরিবারের সঙ্গে বসে যৌনদৃশ্য দেখতে অস্বস্তি হত: তামান্না

Tamannaah Bhatia: দক্ষিণের সীমা ছাড়িয়ে এই মুহূর্তে বলিউডেও নিজের ছাপ প্রতিষ্ঠা করেছেন তামান্না ভাটিয়া। সম্প্রতি তিনি যে সিরিজে অভিনয় করেছেন সেই সিরিজের নাম 'লাস্ট'। লাস্ট-এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, যৌনকামনা।

Tamannaah Bhatia: পরিবারের সঙ্গে বসে যৌনদৃশ্য দেখতে অস্বস্তি হত: তামান্না
তামান্না ভাটিয়া।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2023 | 5:31 PM

দক্ষিণের সীমা ছাড়িয়ে এই মুহূর্তে বলিউডেও নিজের ছাপ প্রতিষ্ঠা করেছেন তামান্না ভাটিয়া। সম্প্রতি তিনি যে সিরিজে অভিনয় করেছেন সেই সিরিজের নাম ‘লাস্ট’। লাস্ট-এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, যৌনকামনা। এই সিরিজের এই প্রথম নিজের এতদিনের শর্ত ভেঙেছেন তামান্না। অনস্ক্রিন চুমু না খাওয়ার যে সংকল্প করেছিলেন বিজয় বর্মার সঙ্গে সেই চুক্তি ভেঙেছেন নিজের ইচ্ছেতেই। তামান্না এও জানিয়েছেন, যৌনতা নিয়ে অনেক ছ্যুৎমার্গ ছিল তাঁর। পরিবারের সঙ্গে যৌনতা-যৌনদৃশ্য দেখতে বেশ অস্বস্তির মুখে পড়তে হত তাঁকে। তাঁর কথায়, “আমি এমন একজন ছিলাম, যে পরিবারের সঙ্গে বসে ওই সব দেখতে পারতাম না। এদিক ওদিক তাকাতাম। কেরিয়ারেরও এক দীর্ঘ সময় যৌনতা নিয়ে অস্বস্তির মধ্যে পড়তে হত আমায়। আমার কোনও ছবিতেই ঘনিষ্ঠ দৃশ্যে আমি এতদিন অভিনয় করিনি।” তিনি আরও যোগ করেন, “আমার কাছে এটি ছিল একটি সামাজিক ট্যাবু। আমি চাই না এখনকার দর্শকও এমনটা ভাবুক। আমি কিন্তু বেরিয়ে এসেছি ওই ভাবনা থেকে। শিল্পী হিসেবে নিজেকে মেলে ধরতে আমি রাজি। অনেক ধরনের কাজ করছি। অনেক ধরনের ছবিতে, অনেক রকমের চরিত্রে অভিনয় করছি।”

এই ছবির মাধ্যমে তামান্না যে শুধুমাত্র শর্ত ভেঙেছেন, তা কিন্তু নয়। এই সিরিজের মধ্যে দিয়েই তিনি খুঁজে পেয়েছেন মনের মানুষকে। তিনি আর কেউ নন বিজয় বর্মা। এই সিরিজেই আলাপ তাঁদের, সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম…প্রেম স্বীকারও করে নিয়েছেন দুজনেই।