AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

OTT Releases This Week: সপ্তাহের ক্লান্তি দূর করবে ওটিটি-র এই পাঁচ ছবি

OTT Releases: চলতি সপ্তাহে কোন ছবি দেখবেন ওটিটি প্ল্যাটফর্মে? নাম করা অভিনেতাদের বাদ দিয়ে যদি দক্ষিণী ছবির কথা বলা হয়? ওটিটি প্ল্যাটফর্মে এই সপ্তাহের সেরা ৫ দক্ষিণী ওয়েবসিরিজ/সিনেমার তালিকা দেখে নিন।

OTT Releases This Week: সপ্তাহের ক্লান্তি দূর করবে ওটিটি-র এই পাঁচ ছবি
পোন মানিকাভেল ছবিতে প্রভু দেবা ও নিভেথা পেথুরাজ।
| Edited By: | Updated on: Nov 21, 2021 | 7:12 PM
Share

সিনেমা, ওয়েবসিরিজ মিলিয়ে নভেম্বরের শেষ দিকটা দর্শকদের মন জয় করে নিতে চলেছে ওটিটি প্ল্যাটফ্রমগুলি। ধামাকা, বব বিশ্বাস-এর ট্রেলার ইতিমধ্যেই নজর কেড়েছে অনেকের। কিন্তু এতো না হয় গেল জনপ্রিয় কিছু ‘তারকাখচিত’ সিরিজ বা সিনেমা। পাইপলাইনে আরও বেশ কিছু জমজমাট ওয়েবসিরিজ ও সিনেমা রয়েছে, যেগুলির নাম তো শোনেনইনি, চেনেন না অভিনেতাদেরও। সেই সব সিনেমা বা সিরিজ যে আপনার মনের গহীন কোণে জায়গা করে নিতে পারে, এ কথাটা একপ্রকার গ্যারান্টি দিয়েই বলা যেতে পারে!

তালিকায় রয়েছে চারটি সিনেমা এবং একটি ওয়েব সিরিজ। সিনেমার মধ্যে রয়েছে নামজাদা পরিচালক লিজো জোসে পেলিস্সেরির সায়েন্স-ফিকশন ‘চুরুলি’। এছাড়াও রয়েছে প্রভু দেবার কপ অ্যাকশন ফ্লিক ‘পোন মানিকাভেল’, তেলুগু রম-কম ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’, ফ্যামিলি এন্টারটেনার ‘ওকা চিন্না ফ্যামিলি স্টোরি’ এবং সর্বশেষ ফ্যান্টাসি লাভ স্টোরি ‘অদ্ভুতম’। এই সব সিনেমা ও সিরিজগুলি সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।

অদ্ভুতম –

এই তেলুগু ছবির পরিচালক মাল্লিক রাম। অভিনয় করছেন শিবানী রাজাশেখর, তেজা সাজ্জা, সাত্যা, তুলাসি-সহ আরও অনেকে। ডিজ়নি প্লাস হটস্টার প্ল্যাটফর্মে এই ছবিটি দেখা যাবে। সিনেমার ইতিহাসে সব থেকে নিরাপদ ক্যাটেগরি এই ছবির বিষয়বস্তু – রোম্যান্স। কম বয়সী প্রেমিক-প্রেমিকার মিষ্টি প্রেমের গল্প। কাকতালীয় ভাবে দুজনেরই ফোন নম্বর এক। সেখান থেকে কথাবার্তা শুরু আর তার পরে কথাবার্তা রূপান্তরিত হয় প্রেমে। তার পর তো সব প্রেমের মতোই সেই প্রেমেও চড়াই-উতরাই। ছবির টাইটেল থেকেই পরিষ্কার, প্রেমের গল্পটা একটু অদ্ভুতই। ১৯ নভেম্বরই রিলিজ করে গিয়েছে অদ্ভুতম।

ওকা চিন্না ফ্যামিলি স্টোরি –

এই তেলুগু ছবির পরিচালনা করেছেন মহেয়স উপ্পালা। অভিনয় করছেন, সঙ্গীথ শোভান, সিমরান শর্মা-সহ অনেকে। জ়ি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ। রিলিজ় করেছে ১৯ নভেম্বর। এই ফ্যামিলি ড্রামায় রয়েছে সফ্ট রোম্যান্টিক অ্যাঙ্গেল। হাস্যরস এবং আনন্দের মিশেল তো রয়েইছে। মূলত, একজন পুরুষ এবং তাঁর মাকে নিয়ে একটি দুঃসাহসিক যাত্রা শুরু করে। বিশাল ঋণ পরিশোধের জন্য দ্রুত অর্থ উপার্জন করার চেষ্টায় বিরত থাকে তাঁরা। বাকিটা জানতে গেলে এই সিরিজ আপনাকে দেখতেই হবে।

পোন মানিকাভেল –

প্রভু দেবা মানেই কি কমেডি? নাকি এক ফাইটারের গল্প? এসি মুগিল চেল্লাপানের এই সিনেমা অন্য কিছুই বলবে। ছবির মুখ্যচরিত্রে রয়েছেন, প্রভু দেবা, নিভেথা পেথুরাজ-সহ আরও অনেকে। এই তামিল ছবিও রিলিজ় করেছে ১৯ নভেম্বর। ডিজ়নি প্লাস হটস্টার প্ল্যাটফর্মে এই ছবিটি দেখা যাবে। অভিনেতা হিসেবে প্রভু দেবার এটি ৫০তম ছবি। ছবির গল্প একটি মামলা নিয়ে, যে মামলার বিচারক খুন হয়েছেন। তদন্তে খুব বেশি অগ্রগতি না করেই, পুলিশ বাহিনী একজন মুডি পুলিশকে স্মরণ করে যিনি স্ব-আরোপিত বিরতিতে রয়েছেন। সেই বিরতিতে তাঁর নিজের ব্যাকস্টোরিও রয়েছে। না, এর পর আর বলা যাবে না। তাহলে আগ্রহটাই হারিয়ে ফেলবেন!

মোস্ট এলিজিবল ব্যাচেলর –

এই ছবির পরিচালক বোম্মারিলু ভাস্কর। অভিনয় করছেন আখিল আক্কিনেনি, পূজা হেগডে-সহ আরও অনেকে। ১৯ নভেম্বর এই ছবি মুক্তি পেয়েছে আহা প্ল্যাটফর্মে। থিয়েট্রিকাল রিলিজ়ও হয়েছে এই রম-কমের। দক্ষিণী সুপারস্টার নাগার্জুনার পুত্র রয়েছেন এই ছবিতে। তাঁর বিপরীতেই দেখা যাবে পূজা হেগডেকে। বিয়ের জন্য এক এনআরআই দেশে ফিরে আসার গল্প ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। পাত্রী খোঁজার পরিবর্তে তিনি প্রেমে পড়ে যান এক স্ট্যান্ড-আপ কমিকের। আর বাকিটা জানতে এই ছবি আপনাকে দেখতেই হবে।

চুরুলি –

লিজ়ো জোসে পেল্লিস্সেরি পরিচালিত এই ছবিতে রয়েছেন, চেম্বান বিনোদ জোসে, ভিনয় ফোর্ট, জোজু জর্জ-সহ আরও অনেকে। মালয়ালম এই ছবিটি দেখা যাবে সনিলিভ প্ল্যাটফর্মে। ১৯ নভেম্বর রিলিজ় করে গিয়েছে ছবিটি। গল্পটি দুই গোপন পুলিশকে নিয়ে যাঁদের একজন অপরাধীকে তাড়া করে। কিন্তু তাঁরা চুরুলি গ্রামে একটি গোলকধাঁধায় আটকে যায়।

আরও পড়ুন: বিভিন্ন দিক থেকে ‘আরিয়া’ আমার জীবন বদলে দিয়েছে: সুস্মিতা সেন

আরও পড়ুন: কবে মুক্তি পাচ্ছে ‘যুগ যুগ জিও’? জানালেন করণ জোহর

আরও পড়ুন: কার্তিকের জন্য ‘কার্তিক পূর্ণিমা’ পালন করল ভক্তরা, মুক্তির দিনই সুপার-ডুমার ‘ধামাকা’