শ্লীলতাহানির অভিযোগ, মামলা দায়ের ‘উল্লু’ অ্যাপের সিইও-র বিরুদ্ধে
প্রসঙ্গত, পর্নকাণ্ডে পুলিশের নজরে উল্লু অ্যাপটিও। ওই উল্লু অ্যাপ বা স্ট্রিমিং প্ল্যাটফর্মের কনটেন্টের বেশির ভাগই প্রাপ্ত বয়স্কদের জন্য। ঘনিষ্ঠ দৃশ্য তো বটেই উত্তেজক দৃশ্যও প্রায়সই দেখানো হয়ে থাকে সেই অ্যাপে।

পর্নকাণ্ডে উত্তাল সিনে-ইন্ডাস্ট্রি। এরই মধ্যে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের হল ‘উল্লু’ নামক ওয়েব সিরিজ প্ল্যাটফর্মের সিইও’র বিরুদ্ধে। অভিযুক্তর নাম বিভু আগরওয়াল। মুম্বই পুলিশের তরফে সিনিয়র ইনস্পেক্টর সোমেশ্বর কামথে সংবাদমাধ্যকে জানান আম্বোলি থানায় তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করেছেন এক মহিলা।
অন্যদিকে এই ঘটনার পর উল্লুর তরফেও এক অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে যে মহিলা অভিযোগ জানিয়েছেন তিনি ওই অ্যাপেরই প্রাক্তন কর্মকর্তা। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপ ও ভারতীয় দন্ডবিধির ৩৮৪ ও ৪২০ ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে উল্লুর তরফে। গত বছর কলকাতা নিবাসী জনৈক ব্রিজেশ পলের সঙ্গে মিলিত হয়ে কোম্পানিকে প্রতারণা করার অভিযোগ রয়েছে ওই মহিলার বিরুদ্ধে। উল্লুর তরফে আরও দাবি করা হয় সেই কারণেই সিইও-র বিরুদ্ধে শ্লীলতাহানির মিথ্যে অভিযোগ এনেছেন ওই প্রাক্তন কর্মচারী। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।
প্রসঙ্গত, পর্নকাণ্ডে পুলিশের নজরে উল্লু অ্যাপটিও। ওই উল্লু অ্যাপ বা স্ট্রিমিং প্ল্যাটফর্মের কনটেন্টের বেশির ভাগই প্রাপ্ত বয়স্কদের জন্য। ঘনিষ্ঠ দৃশ্য তো বটেই উত্তেজক দৃশ্যও প্রায়সই দেখানো হয়ে থাকে সেই অ্যাপে।





