Viral Video: অন্তর্বাসের ওপর ট্রান্সপ্যারেন্ট পোশাক, ভক্তের আবেদন পোশাক ও ফ্যাশনের মানে কেউ বোঝাও উরফিকে
Urfi Javed: নেটিজেনদের সাফ বক্তব্য কেউ উরফিকে ফ্যাশন ও পোশাকের পার্থক্য বোঝাও। উরফির এই পোশাকের ভিডিয়ো বর্তমানে ভাইরাল নেট পড়ায়।
উরফি জাভেদ মানেই ভাইরাল লুক, ভাইরাল ফ্যাশন। তাই সিনেদুনিয়ার সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ থাক বা নাই থাক, তাঁর ফ্যাশনকে কেন্দ্র করে প্রতিদিন লাইম লাইট থাকে তাঁরই উপরে। আর এই বিষয় কোনও দ্বিমত নেই যে তা ভক্তরাও বেশ পছন্দ করেন। উরফি প্রথম থেকেই নানা বিতর্কে, নানা সময় জড়িয়েছেন। সেই দিকে নজর রাখলে বারে বারে তাঁর ভাইরাল হওয়ার ছবি সামনে উঠে আসে। একবার পাপরাজিৎ-দের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েছিলেন তিনি। তবে তার এই ছকভাঙা ফ্যাশনকেই ফ্রেম বন্দি করার জন্যই মুকিয়ে থাকেন পাপরাজিৎরা।
View this post on Instagram
পাপরাজিৎ-দের ক্যামেরায় এই ছবি ধরা পরা মাত্রই তা হয়ে ওঠে নেট দুনিয়ায় ভাইরাল। ছড়িয়ে পড়ে রাতারাতি। উরফির সঙ্গে পাপরাজিৎদের সম্পর্ক বেশ মিষ্টি। কারণ তিনি ছবি দিতে বরাবরই পছন্দ করেন। এবারও তার ব্যতিক্রম ঘটল না। তবে ছেড়ে কথা বললেন না ট্রোলাররা। ঝড়ের গতিতে তা হয়ে উঠল ভাইরাল। উরফি এবার ছড়িয়ে পড়ল উরফির নয়া লুক। অন্তর্হাসের ওপর ট্রান্সপ্যারেন্ট জাম্পার। যা দেখা মাত্রই রে-রে করে উঠল নেটদুনিয়া। নেটিজেনদের সাফ বক্তব্য কেউ উরফিকে ফ্যাশন ও পোশাকের পার্থক্য বোঝাও। উরফির এই পোশাকের ভিডিয়ো বর্তমানে ভাইরাল নেট পড়ায়। এক কথায় বলতে গেলে পরা না পরা যেন সমানই।
View this post on Instagram
উরফির এই ফ্যাশন যেমন একদিনে ঝড় তোলে নেট পাড়ায়, তেমনই চরম ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। যদিও ট্রোলের বিষয় খুব একটা গুরুত্ব দেন না তিনি। বারে বারে জানিয়েছেন, তাই খবরে থাকার অস্ত্রই হল তাঁর ফ্যাশন। তা বলে রেইন কোর্ট! অনেকে এমনই প্রশ্ন ছুঁড়ে দিল তাঁর দিকে। তবে সেই বিষয় নজর দিতে বিন্দমাত্র ইচ্ছুক নন এই হট ডিভা। বর্তমানে ভাল কাজের খোঁজ করছেন তিনি। পাচ্ছেন বেশ কিছু ছবির প্রস্তাবও, তবে তিনি কোথাও গিয়ে যেন তিনি যা চাইছেন তা এখনও পাননি তিনি।
আরও পড়ুন- Nora fatehi Controversy: প্রতারণার শিকার নোরা, ২০ লক্ষ টাকা জালিয়াতি, খোয়া গেছিল পাসপোর্ট