Vicky Kaushal: ‘কমেডি’তে বেজায় অসুবিধে, ছবি মুক্তির আগে আর কী বললেন ভিকি কৌশল?
Vicky Kaushal
আর মাত্র কয়েক ঘণ্টা। মুক্তি পাচ্ছে ভিকি কৌশলের পরবর্তী ছবি ‘গোবিন্দা নাম মেরা’। ছবিতে গোবিন্দা ছাড়াও রয়েছেন কিয়ারা আডবাণী ও ভূমি পেদনেকর। ছবি মুক্তির ঠিক আগে কী বললেন ভিকি? ছবিটি আদ্যপান কমেডি। আর এই কমেডি ছবিতে অভিনয় করা মোটেও সহজ ছিল না তাঁর কাছে। ছবির মুখ্য চরিত্রই তিনি। ছবিতে তিনিই গোবিন্দ। এক সাক্ষাৎকারে ভিকি জানিয়েছেন, শশাঙ্ক খৈতানের এই ছবিতে কাজ করতে গিয়ে রীতিমতো ভয় পেয়েছিলেন তিনি। তিনি জানান, একটি শটের জন্য বারবার রি-টেক হচ্ছিল। আর বারবার শট দেওয়ার কারণে উপস্থিত কলাকুশলীরা মোটেও হাসছিলেন না। সেই কারণে ভিকিও বুঝতে পারছিলেন না শটগুলো সত্যিই মজার নাকি নয়। এ সবের মধ্যেই অবশেষে হাজির ফলাফলের দিন। আগামী কাল অর্থাৎ শুক্রবার ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ভিকির এই ছবি। দর্শকের ভাল লাগে কিনা তা তো সময়ই বলবে।
কিছু দিন আগেই বিয়ের এক বছর পূর্ণ করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০১৮ সাল। মুক্তি প্রায় ভিকি কৌশলের ছবি ‘মনমারজিয়া’। ওই ছবির ট্রেলারে ভিকিকে দেখেই মুগ্ধ হন ক্যাটরিনা। তাঁর কথায়, “আমার মনে আছে প্রযোজক আনন্দ এল রাই আমায় ‘মনমারজিয়া’ ছবির একটি প্রোমো দেখিয়েছিলেন। আমি দেখেই তাঁকে জিজ্ঞাসা করি ‘এই ছেলেটি কে’? আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এত সাবলীন একজন অভিনেতা। এত নিখুঁত একজন মানুষ।” ইন্ডাস্ট্রিতে বহুদিন কাটান ক্যাটরিনা বুঝেছিলেন ভিকির মধ্যে ট্যালেন্ট রয়েছে। এরপর যে কোথা থেকে কী হয়ে গেল, তা তাঁরা নিজেরাই জানেন না।
প্রসঙ্গত, তাঁদের বিয়ের ঘোষণার সঙ্গে সঙ্গেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছিলেন নিন্দা। অনেকেই দাবি করেছিলেন এই সম্পর্ক বুঝি টিকবে না। অনেকে আবার আখ্যা দিয়েছিলেন ‘পাব্লিসিটি স্টান্ট’ হিসেবে। কিন্তু এখনও পর্যন্ত দিব্যি রয়েছেন তাঁরা। কেটে গেল গোটা এক বছরও আগামী দিনগুলোতেও একইও ভাবে দুজন দুজনের পাশে থেকে যেতে চান।