Karan Johar: ‘করণ জোহর ঘর ভাঙেন…’, প্রকাশ্যে এ কী বললেন বরুণ ধাওয়ান

Koffee With Karan: প্রাথমিকভাবে তাঁরা শুরু করেছিলেন ছবি সহ পরিচালনা দিয়ে। সেটাও করণ জোহরের ছবি। ছবির নাম মাই নেম ইজ় খান। এই ছবির সেটে ঠিক কী ঘটেছিল খোলসা করলেন করণ জোহর। কফি উইথ করণ শোয়ে আগামী পর্বের অতিথি হলেন বরুণ ও সিদ্ধার্থ। সামনে এল সেই পর্বের প্রোমো।

Karan Johar: 'করণ জোহর ঘর ভাঙেন...', প্রকাশ্যে এ কী বললেন বরুণ ধাওয়ান
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2023 | 3:54 PM

বর্তমানে কফি উইথ করণ শো নিয়ে বিভিন্ন মহলে চর্চা তুঙ্গে। চলছে এই টক শোয়ের সিজ়ন ৮। ইতিমধ্যেই একাধিক স্টার ককরণের অতিথির তালিকাতে নাম লিখিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা। করণ জোহরের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন এই দুই স্টার। করণ জোহর প্রথম থেকেই এই দুই স্টারকে নিয়ে বেশ যত্নশীল। কেরিয়ারের শুরুটা তাঁদের করণের হাত ধরেই। প্রাথমিকভাবে তাঁরা শুরু করেছিলেন ছবি সহ পরিচালনা দিয়ে। সেটাও করণ জোহরের ছবি। ছবির নাম মাই নেম ইজ় খান। এই ছবির সেটে ঠিক কী ঘটেছিল খোলসা করলেন করণ জোহর। কফি উইথ করণ শোয়ে আগামী পর্বের অতিথি হলেন বরুণ ও সিদ্ধার্থ। সামনে এল সেই পর্বের প্রোমো।

সেখানেই দেখা গেল অতীত উষ্কে দুই স্টারকে তিনি প্রশ্ন করেছিলেন মাই নেম ইজ় খান ছবির সেটে ঠিক কী ঘটেছিল। করণ নিজেই খোলসা করেন তাঁরা সেখানে একটি কস্টিউম টিমে থাকা মেয়েকে ডেট করতে ব্যস্ত ছিলেন। একদিকে সিদ্ধার্থ একটি মেয়ের সঙ্গে বেশ ঘনিষ্ট ছিলেন, সিদ্ধার্থের জন্য সেই মেয়েটি ডোনাট সঙ্গে করে নিয়ে আসতেন। আবার অন্যদিকে বরুণ ধাওয়ান ব্যস্ত থাকতেন মেটেদের সঙ্গে ছবি তুলতে, তিনি নাকি রীতিমত শাহরুখ খানের ছবি সবাইকে বিলিয়ে বেড়াতেন। করণের এই খোলসা করার কাণ্ড দেখে বরুণ ধাওয়ান বলে বসেন, তাঁর বাবার ছবিতে একটি চরিত্র ছিল নাম শাদি রাম ঘর জোরে, এখানে করণ জোহর ঘর তোরে। কারণ তাঁরা দুইজনেই বিবাহিত, ফলে করণের এই খোলসা তাঁদের সম্পর্কের জন্য বেশ বিপদ জনক, মজার ছলে এই ইঙ্গিত এদিন স্পষ্ট ছিল বরুণের কথায়।