Karan-Kartik: করণ-কার্তিক একসঙ্গে কাজ করবেন? জল্পনার অবসান ঘটালেন KJO
Karan Johar: চোখে পড়ে তাঁদের একে অপরের প্রতি ব্যবহার মোটেও খুব একটা মেজাজি ছিল না। এবার কার্তিকের সঙ্গে ছবি করার প্রসঙ্গে মুখ খুললেন করণ জোহার। জানালেন, কোনওদিন ছবি করব না এমনটা তো নয়। নিশ্চয়ই আমরা দুজন এক দারুন স্ক্রিপ্টে কাজ করব।

বলিউড প্রযোজক তথা পরিচালক করণ হাজোর ও অভিনেতা কার্তিক আরিয়ানে মধ্যে সম্পর্কের সমীকরণ যে বেশ তিক্ততায় পৌঁছে ছিল তা কারও অজানা নয়। দোস্তানা ২ ছবির শুটিং সেটের ঘটেছিল এক অপ্রীতিকর ঘটনা। যা নিয়ে কখনও কাউকে মুখ খুলতে দেখা যায়নি। এরপরই করণ স্থির করেছিলেন তিনি দোস্তানা ২ থেকে বাদ দেবেন কার্তিক আরিয়ানকে। জানিয়েছিলেন ছবির শুটিং বাতিল হবে, নতুন করে স্টার নিয়ে আবার পুনরায় শুটিং শুরু করা হবে। এখানেই শেষ নয় তিনি বিবৃতি জারি করে জানিয়েছিলেন কার্তিক আরিয়ানের সঙ্গে কাজ করবেন না।
তবে তারপর কেটে গিয়েছে বেশ কিছুটা সময়। ধীরে ধীরে কি তবে গলেছে অভিমানের বরফ গলছে? কার্তিক আরিয়ান ও করণ জোহার ইতিমধ্যেই এক অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন। যেখানে চোখে পড়ে তাঁদের একে অপরের প্রতি ব্যবহার মোটেও খুব একটা মেজাজি ছিল না। এবার কার্তিকের সঙ্গে ছবি করার প্রসঙ্গে মুখ খুললেন করণ জোহার। জানালেন, কোনওদিন ছবি করব না এমনটা তো নয়। নিশ্চয়ই আমরা দুজন এক দারুন স্ক্রিপ্টে কাজ করব। অর্থাৎ কার্তিকের থেকে যে মুখ ফিরিয়েছেন করণ কিংবা কারণ ও কার্তিক সমীকরণ কোনওদিন যে সহজ হওয়ার নয়, এ তথ্য ভুয়ো, নিজের মুখেই অবশেষে মেনে নিলেন করণ জোহর।
একদিকে যেমন এই খবর চর্চায়, ঠিক তেমনই আবার অন্য সুর শোনা যাচ্ছে করণ জোহরের শো নিয়ে। সেখানে এবার কার্তিক আরিয়ানের উপস্থিত থাকার খবর প্রাথমিকভাবে শোনা গিয়েছিল। কিন্তু বর্তমানে আবার বলিউডের অন্দরমহলে অন্য সুর। শোনা যাচ্ছে কফি উইথ করণ শোয়ে নাকি আসতে পারছেন না কার্তিক। যদিও এখনও এই খবরে সিলমোহর দেননি করণ। ফলে এখন কেবল অপেক্ষার পালা।
