Mona Singh: মহিলাদের যত বয়স বাড়ে তত সুন্দর দেখতে হয়: মোনা সিং

Mona Singh: বয়স বেড়ে যাচ্ছে বলে আদৌ চিন্তিত নন মোনা। তিনি বললেন, “১০ বছর আগে আমাকে যেমন দেখতে ছিল, এখন তার থেকে ভাল লাগবে। কত সুপারস্টারদের দেখছি, ৫০-এর শেষদিকে পৌঁছেও কী দারুণ দেখতে!”

Mona Singh: মহিলাদের যত বয়স বাড়ে তত সুন্দর দেখতে হয়: মোনা সিং
মোনা সিং।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2021 | 5:33 PM

টেলিভিশনে ‘জসসি’। ঠিক ধরেছেন ‘জসসি জ্যায়সি কোই নেহি’-র সে দিনের সেই অভিনেত্রী অর্থাৎ মোনা সিং। আজ তিনি বার্থডে গার্ল। ৪০ বছর বয়স হল তাঁর। ৪০-এ পৌঁছে যেন নতুন করে জীবন শুরু করলেন মোনা।

একের পর এক প্রজেক্টে কাজ করছেন মোনা। সদ্য একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করলেন। যেখানে এক পুলিশের ভূমিকায় দেখা যাবে তাঁর অভিনয়। ফের বড় পরিচালকদের সঙ্গে কাজ শুরুর ইঙ্গিত দিলেন। কিন্তু আসন্ন প্রজেক্টের বিষয়ে বেশি কিছু এখনই বলতে নারাজ তিনি। মোনার কথায়, “আগামী মার্চ পর্যন্ত আমার কোনও ডেট নেই। জীবনের এই পর্যায়টা এনজয় করছি। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছি। লেখক, পরিচালক এবং নির্মাতাদের ধন্যবাদ তাঁরা টাইপকাস্ট করেননি এবং আউট অফ দ্য বক্স কিছু ভেবেছেন।”

গত জুলাই, অগস্টে একটি ক্রাইম শোয়ের হোস্ট হিসেবে শুটিং শেষ করেছেন মোনা। তাঁর হাতে রয়েছে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবিটিও। সে ছবির কাজও শেষ। তবে আগামী দিনে মোনার বেশিরভাগ কাজ ওয়েব প্ল্যাটফর্মে আসতে চলেছে বলে খবর।

বয়স বেড়ে যাচ্ছে বলে আদৌ চিন্তিত নন মোনা। তিনি বললেন, “মহিলাদের যত বয়স বাড়ে তত সুন্দর দেখতে হয়। আমি তো বন্ধুদের বা অভিনেত্রীদের তেমনই দেখলাম। ১০ বছর আগে আমাকে যেমন দেখতে ছিল, এখন তার থেকে ভাল লাগবে। কত সুপারস্টারদের দেখছি, ৫০-এর শেষদিকে পৌঁছেও কী দারুণ দেখতে!”

মোনা আরও জানান, তাঁর এবং তাঁর মায়ের জন্মদিন একই দিনে। তাই এই দিনটা মায়ের সঙ্গে সেলিব্রেট করতে ভালবাসেন তিনি। লাঞ্চ বা ডিনারে সঙ্গে থাকেন কাছের বন্ধুরা। করোনা সেলিব্রেশনের ধরন বদলে দিয়েছে বলে মনে করেন তিনি। তাই বাইরে যাওয়া নয়, বরং বাড়িতেই কাছের মানুষদের নিয়ে এনজয় করেন তিনি। গত বছর জন্মদিনে কলকাতায় ‘ব্ল্যাক উইডোস’-এর শুটিং করছিলেন মোনা। তাঁর স্বামী শ্যাম রাজাগোপালন তাঁকে সারপ্রাইজ দিতে কলকাতা এসেছিলেন। এ বছর তিনি নাকি রয়েছেন আহমেদাবাদে।

‘জসসি জ্যায়সি কোই নেহি’-তে ডেবিউ করার পর ‘ঝলক দিখলা যা’, ‘রাধা কি বেটিয়া কুছ কর দিখায়েঙ্গি’-র মতো টেলিভিশনের কাজ করেছিলেন মোনা। ‘থ্রি ইডিয়টস’, ‘জেড প্লাস’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। ওয়েব প্ল্যাটফর্মে এ বার চুটিয়ে কাজ করছেন। ৪০ বছর বয়স যেন তাঁর কাছে নতুন ৩০। ফলে বয়সকে পাত্তা না দিয়ে দর্শকের কাছে আরও ভাল কাজ উপহার দেওয়ার জন্য তৈরি মোনা।

আরও পড়ুন, Vikram Bhatt: বিক্রম-শ্বেতাম্ভরীর বিয়ে, প্রকাশ্যে অদেখা ছবি…

আরও পড়ুন, Durga Puja 2021: আমাদের বাড়িতে পুজো হয়, মা দুর্গা স্বপ্নে পাওয়া ঠাকুর: অন্বেষা হাজরা