Suhana Khan Debut: উটির পাহাড়ে জীবনের প্রথম ক্যামেরার মুখোমুখি শাহরুখ কন্যা সুহানা, তিনি কি ‘নার্ভাস’?

The Archies-Zoya Akhtar: আজ থেকেই শুরু হল জ়োয়া আখতার পরিচালিত বহু চর্চিত ছবি 'দ্য আর্চিস'-এর শুটিং। ছবিতে বলিউড ডেবিউ করছেন সুহানা খান, অগস্ত্য নন্দা ও খুশি কাপুরের মতো তারকা সন্তানরা।

Suhana Khan Debut: উটির পাহাড়ে জীবনের প্রথম ক্যামেরার মুখোমুখি শাহরুখ কন্যা সুহানা, তিনি কি নার্ভাস?
সুহানা খান।

| Edited By: Sneha Sengupta

Apr 18, 2022 | 4:19 PM

অনেক দিন থেকে খবরটা ভেসে বেড়াচ্ছে। ভেসে বেড়াচ্ছে এটাই, যে শেষমেশ কিং খানের কন্যা পর্দায় ডেবিউ করতে চলেছেন। সেই ছোট্ট সুহানা। মার্কিন মুলুকে যিনি অভিনয় নিয়ে লেখাপড়া করেছেন। তিনি বরাবরই চাইতেন অভিনেত্রী হতে। একথা সুহানা নন, একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন খোদ বাবা শাহরুখই। তাঁর দুই ছেলেমেয়েই এবার কেরিয়ারে মন দিয়েছেন। মাদক-কাণ্ডের পর পুত্র আরিয়ান শাহরুখকেরই রেড চিলিজ়ের একটি ওয়েব সিরিজ়ে মন দিয়েছেন। চিত্রনাট্য লেখার পাশাপাশি তিনি পরিচালনাও করবেন সেই ওয়েব সিরিজ়। তেমনটাই খবর। আর এদিকে সুহানা অভিনয়ে ডেবিউ করতে চলেছেন জ়োয়া আখতারের আর্চিসের হাত ধরে। একা সুহানা নন, সেই ছবিতে অভিনয়ে অভিষেক হচ্ছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ও শ্রীদেবী-বনি কাপুরের ছোট কন্যা খুশি কাপুরের। এই ছবি নিয়ে কেউই মুখ খোলেননি যদিও। তবে জানা যাচ্ছে, আজ থেকেই শুটিং শুরু করলেন সুহানারা।

জ়োয়া আখতার।

সুহানা, অগস্ত্য ও খুশি।

সুখবরটি জানিয়েছেন ছবির প্রযোজক রিমা কাটগি। সোশ্যাল মিডিয়ায় এই খবরটি জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে ক্ল্যাপ বোর্ডের ছবি শেয়ার করেছেন রিমা। ‘দ্য আর্টিস’-এর প্রথম এপিসোডের খুঁটিনাটি খবর জানিয়েছেন তিনি। জানিয়েছেন, এটি ‘টাইগার বেবি’র প্রথম একক প্রযোজনা। তাতে পার্টনার জ়োয়া আখতার। অর্থাৎ, পরিচালনার পাশাপাশি জ়োয়াও এই ছবির প্রযোজক।

‘দ্য আর্চিস’-এর লুকে সুহানা, অগস্ত্য ও খুশি।

গত নভেম্বরে ‘দ্য আর্চিস’-এর খবর প্রকাশ্যে আসে। জ়োয়া নিজেই ঘোষণা করেছিলেন খবরটি। উটিতে শুটিং হচ্ছে ছবির। সেখানকার পাহাড়েই জীবনের প্রথম বলিউড প্রজেক্টের ক্যামারার মুখোমুখি সুহানা, অগস্ত্য, খুশিরা। মার্চ মাসে ছবির পোশাক ট্রায়েল ছিল। ‘দ্য আর্চিস’-এ ভেরোনিকা লজের ভূমিকায় সুহানা খান। খুশিকে দেখা যাবে বেটি কুপারের চরিত্রে। অগস্ত্যই আর্চি অ্যান্ড্রুজ়।

আরও পড়ুন: Sreelekha Mitra-Abhishek Chatterjee: ‘পকেট মারার সময় মনে ছিল না’, শ্রীলেখাকে কেন বলেছিলেন প্রয়াত অভিনেতা অভিষেক? স্মৃতি ফিরে এল আবার

আরও পড়ুন: Alia-Ranbir Wedding: ‘নিন্দুকের মুখে ছাই দিয়ে’ আলিয়া-রণবীরের বিয়েতে কলকাতার দেবলীনা, প্রথম ছবি পোস্ট করলেন তিনিই!

আরও পড়ুন: Dev-Prosenjit-Trishanjit: প্রেমিকা রুক্মিণীর সঙ্গে বুম্বাদার রোম্যান্স দেখে পুত্র তৃষাণজিৎকে প্রায় কেড়েই নিলেন দেব…