Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাবাকে দেখে শিখেছি চার-চারবার বিয়ের পরেও প্রেমে পড়া যায়: পূজা বেদী

মানেক কন্ট্রাক্টরের সঙ্গে এনগেজ এখন পূজা বেদী। তাঁরা দু’জনে এখন গোয়ায় থাকেন।

বাবাকে দেখে শিখেছি চার-চারবার বিয়ের পরেও প্রেমে পড়া যায়: পূজা বেদী
পূজা।
Follow Us:
| Updated on: May 07, 2021 | 6:45 PM

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী পূজা বেদী তাঁর সন্তান, বাবা কবীর বেদী এবং প্রাক্তন স্বামী প্রসঙ্গে অজানা কথা বলেছেন। এবং তা বেশ সাড়াও ফেলে। তিনি জানতেন তাঁর প্রাক্তন স্বামী ফারহান ফার্নিচারওয়ালার সঙ্গে সম্পর্কটি একেবারে তলানিতে ঠেকেছে, বহু মানুষ তাঁকে এই বিবাহবিচ্ছেদ করতে বারণও করেছিলেনষ কিন্তু পূজা জানতেন সম্পর্কে অবশিষ্ট আর কিছুই নেই।

তিনি বলেন, “যখন আপনার ডিভোর্স হয়, এই ‘ডিভোর্স’ শবদ্টির সঙ্গে সামাজিক অ্যাটাচমেন্ট থাকে। প্রায় ১৮ বছর আগে আমার ডিভোর্স হয়। তখন বিষয়টা বেশ সাংগাতিক ছিল, ডিভোর্স, এবং তারপর এগিয়ে যাওয়ার গোটা ব্যাপারটা। কে তোমায় বিয়ে করবে? বাচ্চার কথা ভাবো, নিজের কথা ভাবছো কেন শুধু? তুমি কীভাবে আর ভালবাসা পাবে? কে তোমায় বিয়ে করবে? তুমি একা, ডিভোর্সড, তোমার একটা ব্যাগেজ রয়েছে। আমার সন্তানকে বলা হতো ব্যাগেজ। আমার মনে হত, না! ওঁরা আমার সম্পত্তি”

আরও পড়ুন ‘দময়ন্তী’ শুধু আর গোয়েন্দা নন! প্রতারণা করে তুহিনা বলছেন ‘হায় তৌবা’

পূজা নিজের বাবা কিরণ বেদীকে উদাহরণস্বরূপ তুলে ধরে বলেন, “আমার কাছে বেড়ে ওঠার বিষয়টা একেবারে অন্য ছিল। আমি ডিভোর্সড পরিবারে বেড়ে উঠেছি, এটা জেনেই যে হ্যাঁ, আপনি আবার প্রেম খুঁজে পেতে পারেন এবং তা বার বার। আমার বাবার চারবার বিয়ে হয়েছে।”

গত বছর পূজার মেয়ে আলিয়া অভিনয় জগতে পা রাখেন। একটি সাক্ষাৎকারে আলিয়া তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের কথা বলেও ছিলেন। আলিয়া বলেছিলেন, “আমার পাঁচ বছর ছিল এবং আমার এ বিষয়ে খুব একটা কিছু সত্যিই মনে নেই। তবে পরের দিকে কথা আমার মনে আছে। আমার শৈশব সুন্দর ছিল এবং আমার বাবা-মা দুজনের মধ্যে এখনও দুর্দান্ত সম্পর্ক রয়েছে। তাঁরা কখনও আমাকে বুঝতেও দেননি যে দুঃখজনক কিছু একটা ঘটেছে। এটি তো শুধু একটা ডিভোর্স, আর কী।”

মানেক কন্ট্রাক্টরের সঙ্গে এনগেজ এখন পূজা বেদী। তাঁরা দু’জনে এখন গোয়ায় থাকেন।