AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাবার ঠোঁটে চুমু, সৎবোন আলিয়ার সঙ্গে সম্পর্ক! এবার পডকাস্টে ঝাঁপি খুলবেন পূজা ভাট, কবে থেকে শুরু?

মিষ্টি মুখের, গাল টোল পড়া সুন্দরী তখন সিনেপর্দায় একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। যেমন অভিনয়, তেমন রূপ। সেই সময় বলিউড সিনেমার বক্স অফিস উদযাপন মানেই পূজা ভাট

বাবার ঠোঁটে চুমু, সৎবোন আলিয়ার সঙ্গে সম্পর্ক! এবার পডকাস্টে ঝাঁপি খুলবেন পূজা ভাট, কবে থেকে শুরু?
Follow Us:
| Updated on: Jul 05, 2025 | 2:47 PM

সময়টা আটের দশকের শেষ, নয়ের দশকের শুরু। বলিউডে পা রাখলেন এমন এক অভিনেত্রী, যিনি প্রথম ছবি থেকেই গায়ে লাগিয়ে ফেললেন সাহসী তকমা। মিষ্টি মুখের, গাল টোল পড়া সুন্দরী তখন সিনেপর্দায় একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। যেমন অভিনয়, তেমন রূপ। সেই সময় বলিউড সিনেমার বক্স অফিস উদযাপন মানেই পূজা ভাট। পরিচালক বাবা মহেশ ভাটের হাত ধরেই বলিউডে ‘সাতওয়া আসমান’ ছুঁয়ে ফেলেন পূজা। ব্যক্তিগত জীবনের ‘সড়ক’-এ ওঠাপড়া তাঁর লেগেই ছিল, কিন্তু পূজা ওসবে ধার ধারেননি, মনের ভিতর ‘জখম’ নিয়েও বার বার সিনেপর্দায় ও বাস্তবে প্রেম পড়েছেন। অনুরাগীদের কাছে পূজা ছিলেন ‘পহেলা নেশা’র মতো। তাঁর ‘জুনুন’ দেখে আট থেকে আশি বলে উঠতেন, ‘দিল হ্য়ায় কি মানতা নেহি’। বার বার দর্শক তাই পূজাকে চাইতেন নানা বাহানায়। সেই কারণেই ১৯৮৯ সাল থেকে কেরিয়ার শুরু করে পূজা দাপটের সঙ্গে বলিউডে রাজত্ব করেছেন প্রায় একযুগ। নাহ, তবে শুধুই অভিনেত্রী হিসেবে নয়, বরং পরিচালক হিসেবেও পূজা ছিলেন দাপুটে ও সাহসী। যাঁর প্রমাণ বিপাশা বসু ও জন আব্রাহমের ‘জিসম’ ছবি।

বাবা মহেশের সঙ্গে একটা ঠোঁটঠাসা চুম্বন তাঁর জীবনে বিতর্কের ঝড়ের মুখে ফেলে দিয়েছিল। সঙ্গে যোগ হয়েছিল মহেশ ভাটের উক্তি, পূজা যদি মেয়ে না হত, তাহলে বিয়ে করতাম! তবে এই মন্তব্যেই শেষ নয়, কখনও বিবেক মুসরানের সঙ্গে প্রেম, কখনও সঞ্জয় দত্তের সঙ্গে সম্পর্ক পূজাকে বরাবরই গুঞ্জনে রেখেছিল। এমনকী, বরাবরই সোজাসাপটা মেয়েটি সমাজের সব ট্যাবুকেই নসাৎ করেছেব ফুৎকারে। সেই পূজাই এবার আরও বিন্দাস। হ্যাঁ, তবে সিনেপর্দায় নয়, বরং এবার পডকাস্টে হাত পাকাতে চলেছেন পূজা।

তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাস থেকেই নেট দুনিয়ায় পূজা হাজির হবেন নতুন পডকাস্ট নিয়ে। শোনা যাচ্ছে, সেই পডকাস্টেই যতটা নিজের ব্যক্তিগত জীবনের ঝাঁপি খুলবেন অভিনেত্রী, ততটাই উঁকি দেবেন মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরমহলে। পূজা জানিয়েছেন, তাঁর ঝুলিতে রয়েছে বলিউডের অনেকে অজানা গল্প। কখনও পরিচালক, কখনও আবার সুরকার। সবার খবরের হাঁড়ি এবার নিজের এই পডকাস্টেই ভাঙবেন পূজা। পূজার এই পডকাস্ট যে বলিউডে ফের হইচই ফেলে দেবে, তার ইঙ্গিতও দিয়েছেন পূজা ভাট।