AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বেঁচে উঠতেই’ মহা ফ্যাসাদে পুনম! অশ্রাব্য গালাগাল, ছাড়লেন না একতা-রাখীরাও

Poonam Pandey: পুনমের কাছের বন্ধু রাখী। শুক্রবার পুনমের 'মৃত্যু'র খবর আসার পর থেকে ভেঙে পড়েছিলেন তিনি। আজ এই খবর আসার পর রেগে গিয়েছেন রাখী। তাঁর প্রশ্ন, "এটা কোনও কিছু প্রচারের পন্থা হতে পারে?"

'বেঁচে উঠতেই' মহা ফ্যাসাদে পুনম! অশ্রাব্য গালাগাল, ছাড়লেন না একতা-রাখীরাও
অশ্রাব্য গালাগাল, ছাড়লেন না একতা-আলিরাও
| Updated on: Feb 03, 2024 | 3:49 PM
Share

মনে পড়ে কবিগুরুর সেই বিখ্যাত লাইন? ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই”! এ দিকে শুক্রবার দিনভর ‘নাটক’-এর পর এ দিন অর্থাৎ শনিবার সকালে পুনম পাণ্ডে সামাজিক মাধ্যমে হাজিরা দিয়ে জানালেন ‘তিনি বেঁচে আছেন’। এও জানান, মরে যাওয়ার মিথ্যে অভিনয়ের কারণ ছিল, জরায়ু মুখের ক্যানসারের বিরুদ্ধে সচেতনতার প্রচার। তবে পুনমের এই অবিবেচক কাজের কারণে তাঁর বিরুদ্ধে মারাত্মক ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ। নেটিজেন থেকে শুরু করে সেলেব– রীতিমতো গ্রেফতারের দাবি উঠেছে পুনমের। একতা কাপুর, রাখী সাওয়ান্ত থেকে শুরু করে আলি গোনি– প্রচারের কারণে এই মিথ্যের আশ্রয় কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা।

পুনমের কাছের বন্ধু রাখী। শুক্রবার পুনমের ‘মৃত্যু’র খবর আসার পর থেকে ভেঙে পড়েছিলেন তিনি। আজ এই খবর আসার পর রেগে গিয়েছেন রাখী। তাঁর প্রশ্ন, “এটা কোনও কিছু প্রচারের পন্থা হতে পারে?” এখানেই শেষ নয়, পুনমের কাছের বন্ধু শরদুল পন্ডিত। পুনমের মৃত্যুর খবর পাওয়ার পর কিছুতেই ঠিক রাখতে পারছিলেন না নিজেকে। এদিকে আজ যখন পুনম জানান, তিনি যা করেছেন তা সচেতনতা প্রচারের উদ্দেশে তখন রীতিমতো রাগে ফেটে পড়েন তিনি। তাঁকে বলতে শোনা যায়, “ফাঁদে ফেলা হয়েছে। আমার মা নিজে ক্যানসারে মারা গিয়েছেন। পুনম ছিঃ, যা তুমি করেছ আমি ভাবতে পারছি না। লজ্জা লাগছে আমার তোমাকে নিয়ে। লজ্জা লাগছে যে কাল তোমার জন্য আমি কেঁদেছি।” অভিনেত্রী কিশওয়াল মার্চেন্টও লিখেছেন, “সব কিছুর সীমা ছাড়িয়ে গিয়েছে। এতটা নিম্নমানের কেউ হতে পারে, আমি ভাবতেও পারছি না।” অন্যদিকে একতা কাপুর সোজা পুনমের প্রোফাইলে গিয়েই লেখেন, “এই রকম অসংবেদনশীল প্রচার যে সংস্থা করে তাদের ব্যান করা উচিৎ।” অন্যদিকে আলি গোনি গালিগালাজ করতেও ছাড়েননি। তিনি বলেন, “কী মনে হয় এটা মজা? তুমি ও তোমার পিআরটিমকে বয়কট করা উচিৎ। লুজার! তোমাকে বিশ্বাস করেছিলাম। লজ্জা হওয়া উচিৎ।”

প্রসঙ্গত, পুনমের প্রোফাইল থেকে গতকাল একটি পোস্ট করা হয়েছিল। তাতে লেখা হয়, “এই সকালটা আমাদের জন্য খুব খারাপ। আমরা পুনমকে হারিয়ে ফেলেছি। সার্ভাইকাল ক্যানসারে মৃত্যু হয়েছে তাঁর। ওঁর সংস্পর্শে যে বা যাঁরা এসেছিলেন, প্রত্যেককেই ভালবেসেছিলেন পুনম। এই সময়টা আমাদের জন্য খুবই দুঃখের। অনুরোধ করা হচ্ছে, সকলে এই সময়টা আমাদের একা ছেড়ে দিন।” অন্যদিকে আজ সকালেই পুনম এসে বলেন, “আমি জীবিত”।