AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রানি-কাজলের দুর্গাপুজোয় আচমকা হাজির প্রিয়াঙ্কা চোপড়া! সঙ্গে কে?

আচমকাই রানি ও কাজলের বাড়ির দুর্গাপুজোয় হাজির বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া! নীল রং ও রুপোলি জড়ির কাজ করা সালোয়ারে দেখা মিলল পিগি চপসকে। চট করেই এলেন, মঞ্চে উঠে দুর্গা প্রতিমাকে দর্শন করলেন। ক্য়ামেরার সামনে পোজ দিলেন। একেবারে মন জয় করে নিলেন।

রানি-কাজলের দুর্গাপুজোয় আচমকা হাজির প্রিয়াঙ্কা চোপড়া! সঙ্গে কে?
| Updated on: Sep 30, 2025 | 7:01 PM
Share

তিনি বহু আগেই দেশের বাইরে সংসার পেতেছেন। বলিউড থেকে প্রায় দূরে। মার্কিনেই তাঁর স্বামী, কন্যা, সংসার। দুর্গাপুজোয় তাই মার্কিন মুলুকেই থাকেন। তবে এবারটা ঘটল উলটো। আচমকাই রানি ও কাজলের বাড়ির দুর্গাপুজোয় হাজির বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া! নীল রং ও রুপোলি জড়ির কাজ করা সালোয়ারে দেখা মিলল পিগি চপসকে। চট করেই এলেন, মঞ্চে উঠে দুর্গা প্রতিমাকে দর্শন করলেন। ক্য়ামেরার সামনে পোজ দিলেন। একেবারে মন জয় করে নিলেন। তবে প্রিয়াঙ্কা সঙ্গে করে তাঁর স্বামী নিক জোনাস ও মেয়েকে এনেছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

প্রিয়াঙ্কার সঙ্গে এসে দেখা করলেন মুখার্জি বাড়ির ছেলে পরিচালক অয়ন মুখোপাধ্য়ায়। তবে দেখা মিলল না রানি বা কাজলের। তবে রানি-কাজলের দুর্গাপুজোয় প্রিয়াঙ্কার আগমণ রীতিমতো সারপ্রাইজই।

দেখুন প্রিয়াঙ্কা চোপড়ার ভিডিয়ো—

প্রসঙ্গত, গত কয়েক বছরে একটা বিষয় সিনেপ্রেমীদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। আর তা হল পরিচালক এস. এস. রাজামৌলির ছবি মানেই হিট। তাই সর্বদাই সকলের নজরের কেন্দ্রে থাকে এবার কোন চমক তিনি আনতে চলেছেন। আর এবার তিনি খবরের শিরোনামে, কারণ তৈরি করছেন তাঁর সবচেয়ে বড় ছবি, স্বপ্নের প্রজেক্ট ‘SSMB 29’। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সুপারস্টার মাহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারন। সূত্রের খবর, সম্প্রতি ছবির বড় একটি অংশের শুটিং হয়েগিয়েছে কেনিয়ার নানান সুন্দর লোকেশনে, যার মধ্যে ছিল মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু এবং কিলিমাঞ্জারোর মতো জায়গা। কেনিয়ার সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও এই শুটিংয়ের প্রশংসা করেছেন বলে খবর।

রাজামৌলির ছবি মানেই তা তিন চার বছরের প্রজেক্ট। তা কারও অজানা নয়। তবে দীর্ঘদিন পর ভারতীয় ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া। তাও আবার এহেন প্রজেক্টে। ফলে ছবি ঘিরে দর্শক মনে একাধিক কৌতূহল বর্তমান। যদিও শোনা যাচ্ছে ছবি মুক্তির সম্ভাবনা ২০২৭ সালে।