সহজের জন্মদিনে পুরীতে প্রিয়ঙ্কার সঙ্গী কে?

আপাতত কাজ নিয়ে ব্যস্ত প্রিয়ঙ্কা। আর সেটাতেই ফোকাস করতে চান বলে জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে।

সহজের জন্মদিনে পুরীতে প্রিয়ঙ্কার সঙ্গী কে?
প্রিয়ঙ্কা সরকার। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Dec 15, 2020 | 1:57 PM

প্রিয়ঙ্কা সরকারের (Priyanka Sarkar) সাত বছরের জন্মদিন। না! বাক্যটা কোথাও ভুল লেখা হয়নি। কারণ এও এক জন্মদিনই বটে। মা হওয়ার জন্মদিন।

সদ্য প্রিয়ঙ্কার একমাত্র সন্তান সহজের সাত বছর বয়স হল। ছেলের জন্মদিনটা পুরীতে সেলিব্রেট করেছেন নায়িকা। সমুদ্রের সামনে মা এবং ছেলে। এ যেন তাঁদের নিজস্ব সময়। সেই পছন্দের ফ্রেম শেয়ারও করেছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন, সোহিনী-রণজয়ের বারাণসী ভ্রমণ, দেখুন ট্রাভেল অ্যালবাম

প্রিয়ঙ্কা জানিয়েছেন, সহজ বেড়াতে ভালবাসে। অতিমারির পরিস্থিতিতে গৃহবন্দি থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিল। তাই জন্মদিনে ছেলেকে বেড়াতে নিয়ে গিয়েছেন। অবসরে কখনও ছবি আঁকা, কখনও বা লেগো সেট নিয়ে খেলা সহজের পছন্দ।

রাহুল এবং প্রিয়ঙ্কা দাম্পত্য সমস্যার পর থেকেই প্রিয়ঙ্কার কাছেই থাকে সহজ। আবার রাহুলও ছেলের সঙ্গে সব রকম যোগাযোগ রাখেন। যদিও ছেলের জন্মদিনের পুরী সফরে তিনি ছিলেন না।

শুধু সহজের সঙ্গেই প্রিয়ঙ্কা সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন, এমন নয়। বরং নিজের কিছু ক্যাজুয়াল ছবিও শেয়ার করেছেন। তা একদিকে যেমন অনুরাগীরা পছন্দ করেছেন, তেমনই অন্যদিকে কে ক্যামেরার পিছনে রয়েছেন, তা নিয়েও কৌতূহল রয়েছে। কারণ ছবি কে তুলেছেন, সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও ইঙ্গিত দেননি নায়িকা।

রাহুলের সঙ্গে সমস্যা শুরু হওয়ার পর থেকেই জনৈক ফোটোগ্রাফারের সঙ্গে প্রিয়ঙ্কার সম্পর্কের জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে। যদিও প্রকাশ্যে সেই ফোটোগ্রাফারকে ভাল বন্ধু বলে পরিচয় দিতেন তিনি। কিছুদিন আগে নাকি ভাঙন ধরেছে সেই সম্পর্কেও। এবার মুখে কুলুপ অভিনেত্রীর। তাই প্রিয়ঙ্কার জীবনে ফের নতুন মানুষ এলেন কি না তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। আপাতত কাজ নিয়ে ব্যস্ত প্রিয়ঙ্কা। আর সেটাতেই ফোকাস করতে চান বলে জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে।

আরও পড়ুন, বিয়ের দিন ট্র্যাডিশনাল লাল বেনারসী পরব: ত্বরিতা