Prosenjit Chatterjee: প্রসেনজিতের পদ্মশ্রী-প্রাপ্তি, মায়ের কথা স্মরণ করে বললেন…
Prosenjit Chatterjee Honoured Padma Shri: মূলস্রোতের মধ্য়ে এবং বাইরে, দুই আবহেই থাকতে জানেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যার জলজ্য়ান্ত প্রমাণ মনের মানুষ, অটোগ্রাফ, খাকি ২ ইত্য়াদি। চার দশকেরও বেশি সময়ের কেরিয়ার। অভিনয় করেছেন সাড়ে তিনশোর অধিক সিনেমায়। অবশেষে হল সর্বোচ্চ প্রাপ্তি। পদ্মশ্রী পেলেন প্রসেনজিৎ। স্মরণ করলেন নিজের মায়ের কথা।

কলকাতা: এই জয়ের দলিলেও নিজের মায়ের নামই লিখে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যখন টলিউডের অলিতেগলিতে চর্চা হচ্ছে তাঁর সদ্য প্রকাশিত ‘বিজয়নগরের হীরে’ নিয়ে, সেই আবহেই তাৎপর্যপূর্ণ ভাবে অন্যতম নাগরিক সম্মান পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রবিবার পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই তালিকায় পদ্মশ্রী প্রাপকদের মধ্যে বাংলার প্রতিনিধি হিসাবে নাম রয়েছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের।
তাঁর ঝুলিতে যেমন রয়েছে মূলধারার ছবি। ঠিক তেমনই রয়েছে বিকল্প ধারার ছবিও। মূলস্রোতের মধ্য়ে এবং বাইরে, দুই আবহেই থাকতে জানেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যার জলজ্য়ান্ত প্রমাণ মনের মানুষ, অটোগ্রাফ, খাকি ২ ইত্য়াদি। চার দশকেরও বেশি সময়ের কেরিয়ার। অভিনয় করেছেন সাড়ে তিনশোর অধিক সিনেমায়। অবশেষে হল সর্বোচ্চ প্রাপ্তি। পদ্মশ্রী পেলেন প্রসেনজিৎ। স্মরণ করলেন নিজের মায়ের কথা।
এদিন টিভি৯ বাংলাকে একান্ত সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, ‘এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একজনের কথা মনে পড়ছে। বাস্তবিক ভাবে তিনি আমার সঙ্গে আর নেই। কিন্তু আমার মনে হয়, আমি যতক্ষণ না ঘুমাই, উনি আমার সঙ্গে থাকেন, আমার মা।’ চার দশকের অধিক সময় সিনে-জগতে কাটিয়ে ফেলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রবিবার তিনি যখন পদ্মশ্রী সম্মান পেলেন, সেই সময় সিনে-জগতে তাঁর সঙ্গে কাজ করা ছোট থেকে বড়, প্রত্যেকের কথা স্মরণ করলেন অভিনেতা।
পাশাপাশি, কেন্দ্রকে ধন্যবাদ জানিয়ে প্রসেনজিতের সংযোজন, ‘আমাকে এই সম্মান দেওয়ার জন্য ভারত সরকারকে অনেক ধন্যবাদ। আমাদের কাছে এই সম্মান একটা কারণেই অত্যন্ত গর্বের। তা হল, আমি শুধুমাত্র বাংলা সিনেমায় কাজ করে এই সম্মান পেয়েছি। এটা সত্যিই গর্বের।’
