Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রঞ্জিত মল্লিকের বাড়িতে প্রসেনজিৎ, চিরঞ্জিৎ, বিপ্লবরা! হচ্ছেটা কী?

টলিউডে অন্দরে বড় চমক। রঞ্জিত মল্লিকের বাড়িতে এসে উপস্থিত টলিউডের একঝাঁক তারকা। কে নেই এই আড্ডায়। শীতের সন্ধ্যায় এক সৌজন্য সাক্ষাৎ? নাকি নতুন ছবির প্ল্যান?

রঞ্জিত মল্লিকের বাড়িতে প্রসেনজিৎ, চিরঞ্জিৎ, বিপ্লবরা! হচ্ছেটা কী?
Follow Us:
| Updated on: Jan 20, 2025 | 8:55 PM

সময়টা সোমবার সন্ধ্যা। একেবারে সপ্তাহের শুরু। আর শুরুর সন্ধ্যায় টলিউডের অন্দরে বড় চমক। রঞ্জিত মল্লিকের বাড়িতে এসে উপস্থিত টলিউডের একঝাঁক তারকা। কে নেই এই আড্ডায়! প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী, বিপ্লব চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, জিৎ, কৌশিক সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবযানী চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, দেবদূত ঘোষ। রঞ্জিত মল্লিক তো আছেনই। সেই ছবিই সোশাল মিডিয়ায় শেয়ার করে চমকে দিয়েছেন প্রসেনজিৎ।

প্রসেনজিৎ যে ছবিটা শেয়ার করেছেন সেখানে দেখা গিয়েছে, টেবিলের উপর রাখা চায়ের কাপ, বিস্কুটের প্লেট। আর তার চারপাশে বসে টলিউডের এই জনপ্রিয় তারকারা। ছবি দেখে অনুরাগীদের প্রশ্ন হচ্ছেটা কী? কোনও নতুন ছবির প্ল্যানিং? নাকি শীতের সন্ধ্যায় এক সৌজন্য সাক্ষাৎ।

প্রসেনজিৎ এই আড্ডার ছবি শেয়ার করে শুধুই লিখলেন, রঞ্জিত মল্লিকের বাড়িতে আড্ডা! তবে এই আড্ডার নেপথ্যে নতুন কোনও ছবির প্ল্যানিং, নাকি অন্য কিছু তা অবশ্য স্পষ্ট করেন তিনি।

একফ্রেমে যখনই প্রিয় তারকারা আসেন, তখনই অনুরাগীরা ভেবে ফেলেন টলিপাড়ার নতুন কিছু হচ্ছে বুঝি। প্রসেনজিতের এই ছবিও তেমন গুঞ্জন তুলেছে টলি অন্দরে। তবে পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, বিপ্লব চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তীকে দেখে পুরনো বাংলা ছবির নস্ট্যালজিয়ায় ভেসেছেন বহু মানুষ। এই স্টারকাস্টই তো একসময় বক্স অফিস কাঁপিয়েছিল। অনেক অনুরাগীর দাবি, এক এই ঝাঁক তারকা একসঙ্গে যদি পর্দায় এসে দাঁড়ান, তাহলে ফের ঝড় উঠবে বাংলার বক্স অফিসে। অন্তত, এই ছবি দেখে আপাতত এই ভাবনাতেই বুঁদ বাংলার সিনেপ্রেমীরা।