অসুস্থ রচনা? কোন সমস্যার জন্য শরীর খারাপ, জানালেন ‘দিদি নম্বর ওয়ান’

Rachana Banerjee: একটা সময়ের পর রচনা বন্দ্যোপাধ্যায় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ২০১২ সাল থেকে দিদি নম্বর ওয়ান-এ সঞ্চালিকার কাজ শুরু করেছিলেন রচনা। তবে থেকেই দর্শকদের নজরের কেন্দ্রে তিনিই রিল লাইফের দিদি। সঞ্চালনা থেকে শুরু করে নিজের শাড়ির ব্যবসা।

অসুস্থ রচনা? কোন সমস্যার জন্য শরীর খারাপ, জানালেন 'দিদি নম্বর ওয়ান'
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2024 | 4:34 PM

রচনা বন্দ্যোপাধ্যায়। টিভির দুনিয়ায় এখন তিনি সব থেকে জনপ্রিয় মুখ। বাংলার বুকে তিনি দিদি নম্বর ওয়ান। সোশ্যাল মিজিয়াতে বারবরই সক্রিয় তিনি। একের পর এক সোশ্যাল পোস্ট তাঁর বর্তমানে ভাইরাল। তারই মাঝে এবার বিদেশ থেকে একাধিক ফ্রেম শেয়ার করে নিলেন তিনি সকলের সঙ্গে। রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ভক্তদের মনে উত্তেজনার পারদ কম নয়। দিদি নম্বর ওয়ান সেট থেকে নিত্য ভক্তদের সঙ্গে যোগাযো রেখে চলেছেন রচনা। রচনা বন্দ্যোপাধ্যায় বরাবরই তিনি টলিপাড়ার ক্রাশ। বয়স যেন তাঁর কিছুতেই বাড়ে না। একের এর পর এক ভাল ছবি সকলকে উপহার দিয়েছেন তিনি। বলিউডে গিয়েও নিজের ছাপ রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়।

তবে একটা সময়ের পর রচনা বন্দ্যোপাধ্যায় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ২০১২ সাল থেকে দিদি নম্বর ওয়ান-এ সঞ্চালিকার কাজ শুরু করেছিলেন রচনা। তবে থেকেই দর্শকদের নজরের কেন্দ্রে তিনিই রিল লাইফের দিদি। সঞ্চালনা থেকে শুরু করে নিজের শাড়ির ব্যবসা। পাশাপাশি বিভিন্ন ইভেন্ট থেকে ডাক পেয়ে থাকেবন রচনা বন্দ্যোপাধ্যায়। শো করে থাকেন বিভিন্ন জায়গায়। একা হাতে সমালাচ্ছেন সবটাই। সংসার থেকে সঞ্চালনা, পাশাপাশি ব্যবসার কাজ, নেই বিরাম-বিশ্রাম। সেই রচনা বন্দ্যোপাধ্যায় কাজের জন্য নিজেকে কতটা ভাঙতে পারেন, তা আরও একবার প্রমাণ হয়ে গেল।

সম্প্রতি একটি ভিডিয়ো ক্লিপিং ভাইরাল। যেখানে এক প্রতিযোগীকে বলতে শোনা যায়, রচনা শরীর খারাপ নিয়েও কাজ করছেন, কারণ তাঁকে তাঁর কাজটা চালিয়ে যেতে হয়। বললেন, ‘মায়ের শরীর খারাপ হলে যেন সংসার চলে না বলে মনে হয়। তেমন তোমার শরীর খারাপ তা সত্বেও তুমি এসেছ। ঝড় জল বৃষ্টি যাই হোক তুমি প্রত্যেক দিন বিকেল পাঁচটার সময় আমাদের সামনে আসবেই। আর সেই জন্যই তুমি আমার অনুপ্রেরণা। কাজের প্রতি তোমার এই ভালোবাসা আমায় সাহস জোগায়।’ উত্তরে রচনা বললেন, ‘ধন্যবাদ। আসলে আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে। বাইরে এখন খুবই ঠান্ডা তাই এতটা ঠান্ডা লেগে গিয়েছে। তাছাড়া ঠান্ডা গরম, ঠান্ডা গরম করে আরও বেশি ঠান্ডা লেগেছে।’