খানা,পিনা থেকে উদ্দাম নাচ, বর্ষবরণে রাতে সাংসদ রচনা ধরা দিলেন অন্য মুডে

টেবিল ভর্তি খাবার আর পানীয় ভর্তি। আলো-আঁধারি চারিদিক। চলছে জোরে জোরে গান। ৩১ ডিসেম্বরের রাতে ঠিক এমনই পরিবেশ দেখা গেল অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্য়ায়ের ড্রইং রুমে। বর্ষবরণের রাতে প্রায় প্রত্যেকেই নিজেদের কাছের মানুষের সঙ্গে উদযাপনে মেতেছিলেন।

খানা,পিনা থেকে উদ্দাম নাচ, বর্ষবরণে রাতে সাংসদ রচনা ধরা দিলেন অন্য মুডে
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2025 | 7:00 PM

টেবিল ভর্তি খাবার আর পানীয় ভর্তি। আলো-আঁধারি চারিদিক। চলছে জোরে জোরে গান। ৩১ ডিসেম্বরের রাতে ঠিক এমনই পরিবেশ দেখা গেল অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্য়ায়ের ড্রইং রুমে। বর্ষবরণের রাতে প্রায় প্রত্যেকেই নিজেদের কাছের মানুষের সঙ্গে উদযাপনে মেতেছিলেন। সেই উদযাপনে শামিল রচনাও।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে বান্ধবীদের সঙ্গে পার্টি করতে ব্যস্ত তৃণমূল সাংসদ। ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, “বন্ধুদের সঙ্গে মজা।” পরনে ছিল সিক্যুইন টপ আর কালো রঙের প্যান্ট। ঘরোয়া পার্টিতে চুটিয়ে নাচ করতে দেখা যায় ‘দিদি নম্বর ১’-কে। গানের তালে তালে কোমর দোলাতে দেখা যায় রচনাকে। অনুরাগীদের একটি ফ্লাইং কিসও দেন।

নিজের বান্ধবীদের সঙ্গে যে তিনি চুটিয়ে মজা করেছেন তা এই ভিডিয়োই প্রমাণিত। উল্লেখ্য, ২০২৪ সালটা রচনার জন্য মনে রাখার মতো একটা বছর। এই বছরেই রাজনীতির ময়দানে পা রাখেন অভিনেত্রী। তাঁর সঞালিত রিয়্যালিটি শো-এ এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন রচনা। হুগলি থেকে লোকসভা নির্বাচনে লড়েন তিনি। শুধু তাই নয় বিজেপির প্রতিনিধি লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে বিজয়ীও হন। তবে সাংসদ হওয়ার আগে বা পরে তাঁর করা মন্তব্যের কারণেই নানা সময়ে তাঁকে পড়তে হয়েছিল বিস্তর কটাক্ষের মুখে। হন চরম ট্রোল্ড। একই সঙ্গে তিনি তাঁর ব্যবসা এবং দিদি নম্বর ওয়ান শোয়ের সঞ্চালনা সবই দক্ষ হাতে সামলে যাচ্ছেন।