রণবীর কাপুর ‘সেরা বয়ফ্রেন্ড’। আলিয়া ভাট তেমনটাই মনে করেন। ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র ট্রেলার মুক্তি পেয়েছে শুক্রবার (০৪.০২.২০২২)। সে সময় মুম্বইয়ে ছিলেন রণবীর। প্যাপারাৎজ়ি তাঁকে জিজ্ঞেসও করে, প্রেমিকার ছবির ট্রেলার তাঁর কেমন লেগেছে? উত্তরে রণবীর যা করেছেন, তা দেখে সকলেই অবাক। মাথার উপরে হাত তুলে নমস্কার জানিয়েছেন রণবীর। সেই একই পোজ়ে আলিয়াও নমস্কার জানিয়েছেন। ছবি দু’টি পাশে রেখে কোলাজ তৈরি করে ক্যাপশনে আলিয়া লিখেছেন, “সেরার সেরা বয়ফ্রেন্ড”!
আলিয়ার পোস্টে মতামত প্রকাশ করেছেন রণবীরের মা নিতু কাপুর। লিখেছেন, “উফফ, অসাধারণ!” ২০২০ সালে একটি সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন আলিয়া ও রণবীর। আলিয়াকে নিজের প্রেমিকা/ গার্লফ্রেন্ড বলেছিলেন রণবীর। বলেছিলেন, প্যান্ডেমিক না থাকলে বিয়ে করে নিতেন আলিয়া-রণবীর। তাঁকে আলিয়ার পোস্টেও মাঝেমধ্যেই দেখা যায়।
‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র ট্রেলার মুক্তি পেয়েছে সম্প্রতি। সঞ্জয় লীলা ভনসালীর ছবিতে তাঁর ঝলক দেখে নানা মুনির নানা মত। সামনেই মুক্তি পাবে ছবিটি। প্রতিক্ষায় আলিয়ার পরবর্তী ছবি এস এস রাজামৌলির ‘আরআরআর’-এর মুক্তিও। আলিয়ার নিজের প্রযোজিত ‘ডার্লিংস’ ছবিটিও মুক্তির অপেক্ষায়। ফারহান আখতারের ‘জি লে জ়ারা’ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফের সঙ্গে এই প্রথম কাজ করবেন আলিয়া। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তেও কাজ করেছেন রণবীর সিংয়ের সঙ্গে।
অন্যদিকে বয়ফ্রেন্ড রণবীর কাপুরের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতেও কাজ করেছেন আলিয়া। রণবীর কাজ করেছেন ‘শমশেরা’ ছবিতে। সেখানে বাণী কাপুরের সঙ্গে অভিনয় করেছেন তিনি। রয়েছেন সঞ্জয় দত্তও। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে ‘অ্যানিমেল’-এ কাজ করেছেন রণবীর।
আরও পড়ুন: Lata Mangeshkar: লতার শারীরিক অবস্থার অবনতি, উদ্বেগে চিকিৎসক ও প্রিয়জনরা
আরও পড়ুন: Rahul Arunodoy Bandhopadhyay: ‘আজও বেমক্কা আশিকি হয়, নতজানু হয়ে কুঁচি ঠিক করে প্রেমিক’
আরও পড়ুন: Ditipriya Roy: স্কুলে সরস্বতী পুজো হত না বলে বাড়ির পুজোই ছিল একমাত্র ভরসা: দিতিপ্রিয়া