‘মার্দানি’র পর ‘ধুম ৪’ এ রানি?
অভিনেত্রী জানিয়েছেন এই ছবির কাজটি তাঁর জন্য মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, সমাজে নারীর নিরাপত্তা ও অপরাধের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলবে এই ছবি। ছবির গান ‘Babbar Sherni’ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। গানের ভিডিওতে শিবানি চরিত্রের নির্ভীক সাহসিকতা মুগ্ধ করেছে দর্শকদের।

রানি ভক্তদের জন্য সুখবর। নতুন বছরে আবারও বড় পর্দায় ফিরছেন রানি মুখোপাধ্যায়। তাঁর অভিনীত ধারাবাহিক থ্রিলার ছবি ‘মার্দানি ৩’, খুব তাড়াতাড়ি সারা দেশে মুক্তি পেতে চলেছে শোনা যাচ্ছে ধুম ৪ ছবিতেও দেখা মিলবে রানির যা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
আবারও দাবাং পুলিশ অফিসার শিবানি শিবাজি রয়-এর ভূমিকায় দেখা যাবে রানি মুখোপাধ্যায়কে। আগের পর্ব গুলোতে পাচার ও ভয়াবহ অপরাধের বিরুদ্ধে যুদ্ধ করেছেন শিবানি শিবাজি রয় রূপি রানি। ৩০ জানুয়ারি ২০২৬ এ থিয়েটারে মুক্তি পাচ্ছে বলিউডের অন্যতম বড় ছবি ‘মার্ডানি ৩’ ছবির ট্রেলার মুক্তির পর দর্শক ও তারকারা উভয়ই রানি মুখোপাধ্যায় অভিনয় ও চরিত্রের গভীরতা নিয়ে তীব্র প্রশংসা করেছেন। দক্ষিণী অভিনেত্রী নয়নতারা বলেছেন, “ট্রেলারটা একদম ‘অ্যাবসোলিউট ফায়ার’ — রানি একমাত্র রানি!” ট্রেলারে জানকি বোধিওয়ালা-র পারফরমেন্সের ভুয়সী প্রশংসা করেছেন দর্শকরা। অনেকেই মনে করছেন ভবিষ্যতে বলিউডের স্টারদের তালিকায় থাকা উচিত জানকির।
সিকোয়েল মুক্তি নিয়ে কী বলেছেন রানি?
অভিনেত্রী জানিয়েছেন এই ছবির কাজটি তাঁর জন্য মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, সমাজে নারীর নিরাপত্তা ও অপরাধের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলবে এই ছবি। ছবির গান ‘Babbar Sherni’ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। গানের ভিডিওতে শিবানি চরিত্রের নির্ভিক সাহসিকতা মুগ্ধ করেছে দর্শকদের।
তবে ধুম ৪ এ কি সত্যি দেখা যাবে রানিকে?
ধুম-এর চতুর্থ কিস্তি সম্পর্কে এখনও অফিসিয়ালি ঘোষণা না হলেও, বিভিন্ন সংবাদ রিপোর্ট সুত্রে জানা গিয়েছে যশরাজ ‘ধুম ৪’ তৈরি করতে চলেছে এবং এতে রণবীর কাপুর প্রধান চরিত্রে অভিনয় করতে পারেন বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে ২০২৬ এর শেষেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। সব ঠিক থাকলে ২০২৭ সালে মুক্তি পেতে পারে ছবিটি।
যদিও এখনও রানি মুখোপাধ্যায় অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত কোনও ঘোষণা আসেনি, তবে সেই সম্ভাবনা রয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এখন নিশ্চিত খবর পাওয়ার আশায় রয়েছেন ভক্তরা।
