সানি দেওলের সম্পত্তির পরিমাণ জানেন?
মুম্বাইয়ের ভিল্লাহ পারলে ও জুহুর মতো প্রিমিয়াম এলাকায় বাড়ি রয়েছে সানির। মালাবার হিল-এ রয়েছে বিলাশবহুল বাড়ি। কি নেই সেই বাড়িতে? আধুনিক সুযোগ-সুবিধা, যেমন – জিম, সুইমিং পুল, ব্যক্তিগত থিয়েটার ও হেলিপ্যাড সবই রয়েছে। বাড়িতে রঙিন কাঁচ ব্যবহার করা হয়েছে, যা সূর্যের আলো পড়লে রামধনুর মতো প্রভাব তৈরি করে। বাড়িটি পুরোপুরি অটোমেটেড এবং আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। এছাড়া পাঞ্জাব ও ইংল্যান্ডেও তাঁর নামে কিছু সম্পত্তি আছে বলে রিপোর্টে জানা গিয়েছে।

বাবা ধর্মেন্দ্রর মৃত্যু শোক এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি অভিনেতা সানি দেওল। এরই মাঝে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘বর্ডার ২’। বহু বছর ধরে একের পর এক হিট ছবি উপহার দিয়ে, অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। জানেন অভিনেতা সানি দেওলের সম্পত্তি কত?
বহু বছর ধরে সিনেমা, বিজ্ঞাপন, ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন অভিনেতা। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ আছে তাঁর আনুমানিক সম্পদ প্রায় ১৩০ কোটি ।
মুম্বইয়ের ভিল্লাহ পার্লে ও জুহুর মতো প্রিমিয়াম এলাকায় বাড়ি রয়েছে সানির। মালাবার হিল-এ রয়েছে বিলাশবহুল বাড়ি। কি নেই সেই বাড়িতে? আধুনিক সুযোগ-সুবিধা, যেমন – জিম, সুইমিং পুল, ব্যক্তিগত থিয়েটার ও হেলিপ্যাড সবই রয়েছে। বাড়িটি পুরোপুরি অটোমেটেড এবং আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। এছাড়া পাঞ্জাব ও ইংল্যান্ডেও তাঁর নামে কিছু সম্পত্তি আছে বলে রিপোর্টে জানা গিয়েছে।
সানি দেওল পরিবার বর্তমানে জুহুর বিখ্যাত বাংলো “Deol House” এর সম্প্রসারণের কাজে ব্যস্ত। প্রায় ৬০ কোটি মূল্যের এই ঐতিহ্যবাহী বাড়িতে সম্প্রতি বাবা ধর্মেন্দ্রের স্মৃতি ও পারিবারিক ঐতিহ্যকে ধরে রাখার প্রতীক হিসাবে নতুন আরও একটি তলা বানানো হচ্ছে । সম্প্রতি সানি বর্ডার ২ ছবির প্রচারে এসে বলেছেন, তিনি এখনও পুরোপুরি বাবা ধর্মেন্দ্রর মৃত্যু মেনে নিতে পারেননি। ২৪ নভেম্বর ২০২৫ শে ধর্মেন্দ্র মারা যাওয়ার পর সানি এবং তাঁর ভাই ববি দেওল ও এষা দেওল ধর্মেন্দ্রকে স্মরণ করে বহু আবেগঘন পোস্ট ও ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ধর্মেন্দ্রের সম্পত্তি ও উইল নিয়েও চলছে আলোচনা। তথ্য অনুযায়ী, ধর্মেন্দ্রর এস্টেট প্রায় ৪৫০ কোটি এবং উইল-সম্পর্কে কিছু আলোচনাও চলছে।
