বাগদানের জন্য শুভেচ্ছা রশ্মিকাকে! কী প্রতিক্রিয়া নায়িকার?
রশ্মিকা মন্দানা আর বিজয় দেবরকোন্ডার রসায়ন বছরের পর বছর ধরে তাঁদের প্রেমের গুজবের জন্ম দিয়েছে। সেই সময় থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কবে এই প্রিয় তারকা জুটি তাঁদের সম্পর্কের কথা স্বীকার করবেন। তাই যখন বিজয়ের টিম নিশ্চিত করল যে, তিনি আর রশ্মিকা এই মাসে গোপনে এনগেজড হয়েছেন, অনেকের কাছেই যেন এটা ছিল এক ব্যক্তিগত জয়ের অনুভূতি। গত দুই সপ্তাহ ধরে যখনই এই দুই অভিনেতা জনসমক্ষে এসেছেন, সবার নজর পড়েছে তাঁদের এনগেজমেন্ট রিং-এর দিকে — বিজয়ের সাধারণ কিন্তু স্টাইলিশ ব্যান্ড আর রশ্মিকার বিশাল হিরের আংটি।

রশ্মিকা মন্দানা আর বিজয় দেবরকোন্ডার রসায়ন বছরের পর বছর ধরে তাঁদের প্রেমের গুজবের জন্ম দিয়েছে। সেই সময় থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কবে এই প্রিয় তারকা জুটি তাঁদের সম্পর্কের কথা স্বীকার করবেন। তাই যখন বিজয়ের টিম নিশ্চিত করল যে, তিনি আর রশ্মিকা এই মাসে গোপনে এনগেজড হয়েছেন, অনেকের কাছেই যেন এটা ছিল এক ব্যক্তিগত জয়ের অনুভূতি। গত দুই সপ্তাহ ধরে যখনই এই দুই অভিনেতা জনসমক্ষে এসেছেন, সবার নজর পড়েছে তাঁদের এনগেজমেন্ট রিং-এর দিকে — বিজয়ের সাধারণ কিন্তু স্টাইলিশ ব্যান্ড আর রশ্মিকার বিশাল হিরের আংটি।
সম্প্রতি নায়িকার আসন্ন ছবি ‘থাম্মা’-র প্রচারের সময়, একজন সাংবাদিক তাঁকে এনগেজমেন্টের জন্য শুভেচ্ছা জানান। আর তাঁর প্রতিক্রিয়া ছিল একেবারে অনন্য! ‘থাম্মা’ একটি হরর রোমান্টিক কমেডি, যেখানে রশ্মিকা অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা আর নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে। এক সাক্ষাৎকারে, যখন সাংবাদিক বলেন “একটা অভিনন্দন তো প্রাপ্যই,” তখন রশ্মিকা কিছুটা বিভ্রান্ত হয়ে যান। সাংবাদিক তখন বলেন, তিনি আসলে তাঁর নতুন পারফিউম লাইন নিয়ে বলছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে জিজ্ঞাস করেন, “আর কিছু?” এই কথায় রশ্মিকা হেসে বলেন, “না না।”
তবে এরপরই তিনি যোগ করেন, “আসলে অনেক কিছুই হচ্ছে, অনেক কিছু ঘটছে একসঙ্গে। তাই সবকিছুর জন্য আমি আপনার অভিনন্দন গ্রহণ করছি।” নায়িকার এই মিষ্টি প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভাইরাল হওয়া ভিডিওটির নীচে এক অনুরাগী লেখেন, ”সবাই জানে যখন, তখন লুকিয়ে রাখছেন কেন …!”
রশ্মিকা আর বিজয় একসঙ্গে এখন পর্যন্ত দু’টি ছবিতে কাজ করেছেন — একটা রোমান্টিক কমেডি এবং রোমান্টিক অ্যাকশন ড্রামা ‘ডিয়ার কমরেড’ (২০১৯)। বারবার তাঁরা প্রকাশ্যে তাঁদের মধ্যে থাকা গভীর বন্ধনের কথা বলেছেন। তবে এখনও ভক্তরা জানেন না এই রিয়েল লাইফ লাভ স্টোরির শুরুটা কীভাবে হলো। তবে খবর, বিজয় আর রশ্মিকা আগামী বছর ফেব্রুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
