Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ভূতনাথ’ ছবির সেই ‘বঙ্কু’কে মনে আছে! এখন কেমন দেখতে তিনি জানেন?

Bhootnath Movie: কথায় বলে 'সময় চলিয়া যায়, নদীর স্রোতের প্রায়'। কথাটি যে একবারেই ভুল নয় তা প্রমাণ করেছেন আমান সিদ্দিকি। এই নাম বললে হয়তো নাও চিনতে পারেন। মনে আছে 'ভূতনাথ' ছবির কথা?

| Edited By: | Updated on: Feb 03, 2024 | 8:51 PM
কথায় বলে 'সময় চলিয়া যায়, নদীর স্রোতের প্রায়'। কথাটি যে একবারেই ভুল নয় তা প্রমাণ করেছেন আমান সিদ্দিকি। এই নাম বললে হয়তো নাও চিনতে পারেন। মনে আছে 'ভূতনাথ' ছবির কথা?

কথায় বলে 'সময় চলিয়া যায়, নদীর স্রোতের প্রায়'। কথাটি যে একবারেই ভুল নয় তা প্রমাণ করেছেন আমান সিদ্দিকি। এই নাম বললে হয়তো নাও চিনতে পারেন। মনে আছে 'ভূতনাথ' ছবির কথা?

1 / 8
২০০৮ সালে মুক্তি পায় ওই ছবি। মুখ্য ভূমিকায় ছিলেন এই আমানই। ছবিতে তাঁর নাম ছিল 'বঙ্কু ভাইয়া' ওরফে বঙ্কু। আমান তখন নেহাতই একরত্তি।

২০০৮ সালে মুক্তি পায় ওই ছবি। মুখ্য ভূমিকায় ছিলেন এই আমানই। ছবিতে তাঁর নাম ছিল 'বঙ্কু ভাইয়া' ওরফে বঙ্কু। আমান তখন নেহাতই একরত্তি।

2 / 8
তাঁর নীল চোখ, টোল পরা হাসি, আজও মনে আছে সকলের। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন আরও একজন। তিনি হলেন খোদ ভূতনাথ অমিতাভ বচ্চন।

তাঁর নীল চোখ, টোল পরা হাসি, আজও মনে আছে সকলের। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন আরও একজন। তিনি হলেন খোদ ভূতনাথ অমিতাভ বচ্চন।

3 / 8
স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে হাজির ছিলেন শাহরুখ খানও। ছিলেন জুহি চাওলা। আমান আর ছোটটি নেই। সময়ের সঙ্গে আজ তিনি হ্যান্ডসাম হাঙ্ক। কেমন দেখতে হয়েছে তাঁকে জানেন?

স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে হাজির ছিলেন শাহরুখ খানও। ছিলেন জুহি চাওলা। আমান আর ছোটটি নেই। সময়ের সঙ্গে আজ তিনি হ্যান্ডসাম হাঙ্ক। কেমন দেখতে হয়েছে তাঁকে জানেন?

4 / 8
‘ভূতনাথ’ ছবির সেই ‘বঙ্কু’কে মনে আছে! এখন কেমন দেখতে তিনি জানেন?

5 / 8
তাঁর প্রোফাইলে গেলে এখনও দেখা যায় সঙ্গীত চর্চার নামা ছবি। তবে অনুরাগীর সংখ্যা ১০ হাজারও না। কেন নিজেকে এভাবে আড়ালে নিয়ে গেলেন তিনি?

তাঁর প্রোফাইলে গেলে এখনও দেখা যায় সঙ্গীত চর্চার নামা ছবি। তবে অনুরাগীর সংখ্যা ১০ হাজারও না। কেন নিজেকে এভাবে আড়ালে নিয়ে গেলেন তিনি?

6 / 8
শোনা যায়, আপাতত তাঁর ফোকাস পড়াশোনা। সেখানেই মন দিতে চান তিনি। বাকি কোনওদিকে তাকানোর সময় যে তাঁর নেই। আগামী দিনে তিনি আবার অভিনয় জগতের ফিরবেন কিনা তা নিয়ে এখনই কিছু বলতে চাননি আমান।

শোনা যায়, আপাতত তাঁর ফোকাস পড়াশোনা। সেখানেই মন দিতে চান তিনি। বাকি কোনওদিকে তাকানোর সময় যে তাঁর নেই। আগামী দিনে তিনি আবার অভিনয় জগতের ফিরবেন কিনা তা নিয়ে এখনই কিছু বলতে চাননি আমান।

7 / 8
 ভূতনাথ ছবির প্রায় ১৬ বছর কেটে গিয়েছে। তবু ওই ছবি আজও লোকের মনে আছে। বৃদ্ধ অবস্থায় সন্তানকে কাছে না পাওয়ার যন্ত্রণা, ভূত হয়েও নিজস্ব পরিবার পাওয়ার আকুল কাতরতাই যেই নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবির মধ্যে দিয়ে।

ভূতনাথ ছবির প্রায় ১৬ বছর কেটে গিয়েছে। তবু ওই ছবি আজও লোকের মনে আছে। বৃদ্ধ অবস্থায় সন্তানকে কাছে না পাওয়ার যন্ত্রণা, ভূত হয়েও নিজস্ব পরিবার পাওয়ার আকুল কাতরতাই যেই নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবির মধ্যে দিয়ে।

8 / 8
Follow Us: