AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুকুলকে বাংলা শিখিয়েছিলাম, মনে পড়ছে সেই দিনগুলোর কথা: ঋতুপর্ণা

টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে অভিনীত ছবি 'অভিসন্ধি' বেশ জনপ্রিয় হয়েছিল। মুকুল দেবের প্রয়াণের খবর পেয়ে ঋতুপর্ণা যেন, সেই নস্ট্যালজিয়াতেই ডুব দিলেন।

মুকুলকে বাংলা শিখিয়েছিলাম, মনে পড়ছে সেই দিনগুলোর কথা: ঋতুপর্ণা
| Updated on: May 24, 2025 | 5:15 PM
Share

হিন্দি ছবির পাশাপাশি বহু বাংলা ছবিতেও দেখা গিয়েছে, প্রয়াত অভিনেতা মুকুল দেবকে। যাঁর মধ্য়ে টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে অভিনীত ছবি ‘অভিসন্ধি’ বেশ জনপ্রিয় হয়েছিল। মুকুল দেবের প্রয়াণের খবর পেয়ে ঋতুপর্ণা যেন, সেই নস্ট্যালজিয়াতেই ডুব দিলেন।

টিভি ৯ বাংলাকে ঋতুপর্ণা জানালেন, ”মুকুল দেবের এভাবে চলে যাওয়াটা খুব হতবাক করেছে আমায়। অনেকদিন ওর কোনও খবর পায়নি ঠিকই, কিন্তু জানতাম ও রয়েছে, ভাল কাজ করছে। বেশ কয়েক বছর আগে মুকুলের সঙ্গে অভিসন্ধি বলে একটা বাংলা ছবিতে কাজ করেছিলাম। দারুণ একটা চরিত্রে অভিনয় করেছিল মুকুল। আমি ছিলাম আইনজীবীর চরিত্রে। খুব ইন্টারেস্টিং ছবি ছিল। মনে পড়ছে এই ছবির শুটিংয়ের সময় মুকুলকে আমি অনেক সময় বাংলা শিখিয়ে ছিলাম। বাংলা সংলাপ আমার সঙ্গে প্র্যাকটিস করত। পরেও এক-দুবার দেখা হয়েছিল মুকুলের সঙ্গে। দারুণ একটা পার্সোনালিটি ছিল ওর। খুব অবাক লাগছে এভাবে মুকুল চলে গেল। শুনেছিলাম সম্প্রতি খুব মন খারাপ ছিল মুকুলের। ওর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”

দিল্লির এক পঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন মুকুল দেব। ছোটবেলা থেকেই গান, নাচের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি মুকুল দেব ট্রেনিংপ্রাপ্ত পাইলট। ১৯৯৬ সালে মুমকিন ধারাবাহিক থেকে অভিনয়ে কেরিয়ার শুরু করেন মুকুল।বলিউডে তাঁর প্রথম ছবি দস্তক। এই ছবিতে সুস্মিতা সেনের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। হিন্দি ছবির পাশাপাশি বাংলা, পঞ্জাবি, কন্নড়, ইংরেজি ছবিতেও অভিনয় করেছেন মুকুল। তাঁর শেষ ছবি ‘অন্ত’। যা মুক্তি পায় ২০২২ সালে। অভিনেতার দাদা রাহুল দেবও বলিউডের জনপ্রিয় অভিনেতা।

মুকুল দেবের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অজয় দেবগণ, কঙ্গনা রানাওয়াত, সোনু সুদ, মনোজ বাজপেয়ীর মতো অভিনেতারাও।