রণবীরের জন্য প্রায় গোটা স্টুুডিও বুক করলেন রোহিত শেট্টি
‘সার্কাস’-এ রণবীর সিং (Ranveer singh) এই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করতে চলেছেন। যমজ দু’ভাইয়ের চরিত্রে দেখা যাবে রণবীরকে।
Tv9 ডিজিটাল বাংলা: ‘সার্কাস’ (Cirkus) ছবির শুটিংয়ের জন্য বান্দ্রার মেহবুব স্টুডিওর (Mehboob Studio) প্রায় গোটাটাই বুক করে ফেললেন পরিচালক রোহিত শেট্টি (Rohit shetty)। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক খবরে উঠে এল এ তথ্য। রোহিতের পরের ছবি ‘সার্কাস’-এর শুটিং শুরু হতে চলেছে। মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর সিং। ছবির শুরুর দিকের কিছু সিকোয়েন্স যশ রাজ স্টুডিওতে শুট হওয়ার কথা রয়েছে। তবে ছবির বেশিরভাগ অংশের শুটিং হবে মেহবুব স্টুডিওতে । শুটিং স্টেজের তিন-তিনটি ফ্লোরে রোহিত সার্কাস-এর সুটিং শুরু করতে চলেছেন। এও শোনা যাচ্ছে হায়দ্রাবাদের রামোজি স্টুডিওতে হতে পারে ছবির শুটিং।
BIGGG NEWS… #RanveerSingh and director #RohitShetty team up once again… Film titled #Cirkus… #Rohit‘s take on #TheComedyOfErrors… Costars #PoojaHegde, #JacquelineFernandez and #VarunSharma… Produced-directed by #RohitShetty… Bhushan Kumar and Reliance Ent present. pic.twitter.com/EodlosSard
— taran adarsh (@taran_adarsh) October 19, 2020
‘সার্কাস’-এ রণবীর সিং (Ranveer singh) এই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করতে চলেছেন। যমজ দু’ভাইয়ের চরিত্রে দেখা যাবে রণবীরকে। দু’ভাইয়ের রয়েছে দুই পরিচারক। তাঁরাও যমজ। পরিচারকের চরিত্রে অভিনয় করছেন অভিনয় করছেন বরুণ শর্মা। মানে একেবারে বিভ্রান্তিকর এক সিনেমার গল্প। এছাড়াও প্লট রয়েছে একের পর এক মোড়ক, তেমনই রয়েছে নতুন-নতুন সব চরিত্র। শেক্সপিয়ারের ‘কমেডি অফ এররস’ থেকে অনুপ্রাণিত এ ছবির নায়িকা পূজা হেগড়ে (Pooja Hegde)ও জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। এছাড়াও ছবিতে রয়েছেন, জনি লিভার, সঞ্জয় মিশরা, মুকেশ তিওয়ারির মতো অভিনেতা। মুম্বই, গোয়া এবং উটিতে চলবে শুটিং। সব কিছু ঠিকঠাক চললে পরের বছর শীতে রিলিজ করবে রোহিত শেট্টির কমেডি ছবি, ‘সার্কাস’। প্রসঙ্গত, রোহিত শেট্টির পরিচালনায় রণবীর সিং এর আগে দুটি ছবিতে অভিনয় করেছেন। ‘সিম্বা’ এবং ‘সূর্যবংশী’। ২০১৮ সালে ‘সিম্বা’ রিলিজ হলেও লকডাউনের কারণে ‘সূর্যবংশী’র রিলিজ পিছিয়েছে। যা শোনা যাচ্ছে নতুন বছরের শুরুতে মুক্তি পেতে রোহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’।