Roosha Chatterjee: বরের সঙ্গে হচ্ছে না বনিবনা? অবশেষে সামনে এল রুশার জীবনের সত্যিটা

Roosha Chatterjee: রুশা চট্টোপাধ্যায়-- বিয়ে করেছেন গত জানুয়ারি। কিন্তু বিয়ের চার মাস পার হতে না হতেই অভিনেত্রীর নামে রটছে একের পর এক রটনা।

Roosha Chatterjee: বরের সঙ্গে হচ্ছে না বনিবনা? অবশেষে সামনে এল রুশার জীবনের সত্যিটা
অবশেষে সামনে এল রুশার জীবনের সত্যিটা
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2023 | 1:34 PM

রুশা চট্টোপাধ্যায়– বিয়ে করেছেন গত জানুয়ারি। কিন্তু বিয়ের চার মাস পার হতে না হতেই অভিনেত্রীর নামে রটছে একের পর এক রটনা। রটেছে বিদেশে বরের সঙ্গে নাকি একেবারে বনিবনা হচ্ছে না তাঁর। সত্যিই তাই? ‘শত্রুর মুখে ছাই’ দিয়ে এবার যাবতীয় রটনাকে মিথ্যে প্রমাণ করলেন তিনি। বিয়ের পর এই প্রথম বরের সঙ্গে রোম্যান্টিক ছবি শেয়ার তাঁর। এর আগেও নববর্ষের দিন স্বামীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন বটে তবে খুল্লামখুল্লা মোটেও বলেননি ‘তোমায় ভালবাসি’। বেশ কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “এই হাসিটাই ভালবাসার। তোমায় ভালবাসি, বর।” রুশার স্বামী তাঁর থেকে উচ্চতায় কম। সেই কারণে এই ছবিতেও যে কটাক্ষ আসেনি এমনটা নয়, কিন্তু ওই যে, ভালবাসায় টলানো যায় পাহাড়। তাই তাঁদের দেখেই নেটিজেনদের একটা বড় অংশ জানিয়েছেন শুভেচ্ছা। ফ্যানেরা ফেলেছেন স্বস্তি। রুশা ভাল আছেন, এই ভেবেই খুশি তাঁরা। রুশার স্বামীর নাম অনুরণ রায়চৌধুরী। ওয়াশিংটনের সিয়াটেলেই তিনি থাকেন। সেখানেই চাকরি করেন। বিয়ের পর স্বামীর সঙ্গে সেখানেই আছেন তিনি। আছেন ভালবাসায়। সে প্রমাণ মিলেছে এই ছবিগুলিতে।

TV9 বাংলাকে বিয়ের আগে রুশা জানান, বাবা-মায়ের পছন্দ করা পাত্রকেই বিয়ে করেছেন তিনি। তাঁরই সঙ্গে পরবর্তীতে প্রেম হয় এবং তারপর বিয়ে করেন দু’জনে। রুশা ধারাবাহিককে বিদায় জানিয়েছেন। এত ভাল কেরিয়ার ছেড়ে যাওয়া নিয়ে এর আগে রুশা বলেছিলেন, “অনেকদিন হল আমি আর এই ইন্ডাস্ট্রিতে নেই। ১৩ বছর কাটিয়ে দিয়েছি। অনেক কিছু দিয়েছে আমাকে এই ইন্ডাস্ট্রি। খুব আনন্দ করে কাজ করেছি সকলের সঙ্গে। এখন মন হল আমার সেটেল করা দরকার। তাই বিয়েটা করে ফেলছি। শেষমেশ সব চরিত্রদের চিরবিদায় জানিয়ে আমি চলে যাচ্ছি এ দেশ ছেড়ে।”

রুশার অভিনয় কেরিয়ার ১৩ বছরের। কিছুদিন আগেই ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে অতিথি শিল্পী হয়ে এসেছিলেন। ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে কেরিয়ারে তাঁর উল্লেখযোগ্য কাজ ‘তোমায় আমায় মিলে’। পরবর্তীকালে হিন্দিতেও রিমেক হয়েছে সিরিয়ালটি। এক মেধাবী গৃহবধূর আইপিএস অফিসার হয়ে ওঠার কাহিনি বলেছিল সেটি। ধারাবাহিকটি ব্যাপক জনপ্রিয় হয়।