Saif Ali Khan Health Update: সইফের বিপদ কি কাটল? টানা আড়াই ঘণ্টা অপারেশনের পর জানা গেল…
Attack on Saif: অস্ত্রোপচারে তিন ইঞ্চি মতো একটি ধারাল বস্তু বের করা হয়েছে। মনে করা হচ্ছে, ছুরির কিছুটা অংশ ভেঙে সইফের শরীরের ভিতরে রয়ে গিয়েছিল। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
নিজের বাড়িতেই আক্রান্ত সইফ আলি খান। বলিউড অভিনেতাকে একের পর এক ছুরির কোপ মারে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় রাতেই তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টানা আড়াই ঘণ্টা অস্ত্রোপচার চলেছে সইফের। রাত সাড়ে তিনটে নাগাদ রক্তাক্ত অবস্থায় সইফকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারে তিন ইঞ্চি মতো একটি ধারাল বস্তু বের করা হয়েছে। মনে করা হচ্ছে, ছুরির কিছুটা অংশ ভেঙে সইফের শরীরের ভিতরে রয়ে গিয়েছিল। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
খবর ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় শোরগোল। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেন সকলে। তবে বৃহস্পতিবার বেলা বাড়তেই মিলল স্বস্তির খবর। অবশেষে সইফ আলি খানের টিপের পক্ষ থেকে মুখ খোলা হয়। বিবৃতি দিয়ে জানানো হয়–অপরারেশন শেষ হয়েছে। বর্তমানে সইফ বিপদ মুক্ত। চিকিৎসায় সাড়া মিলেছে। বর্তমানে চিকিৎসকের নজরে রয়েছেন তিনি। পরিবারের বাকি সকলে সুস্থ রয়েছেন। পুলিশ ঘটনার পর্যবেক্ষণ করছে। আমরা ধন্যবাদ জানাতে চাই ডা. নীরজ উত্তামানি, ডা. নীতিন দাঙ্গে, ডা. লীনা জৈন ও টিম লীলাবতী হাসপাতালকে। সকল অনুরাগীদের ধন্যবাদ, যাঁরা প্রতিনিয়ত সইফের দ্রুত আরোগ্য কামনা করছেন।