সলমনের নির্দেশ, কিয়ারাকে প্রথমেই কী বদলে ফেলতে হয়েছিল?
কিয়ারা আদবানি এখন চর্চার কেন্দ্রে। 'ওয়ার টু' ছবিতে তাঁর বিকিনি লুক ভাইরাল হয়েছে। স্বাধীনতা দিবসের মরসুমেই আসবে এই ছবি। তবে বলিউডে পা রেখেই কিয়ারাকে বদলে ফেলতে হয়েছিল তাঁর নাম। একটা সাক্ষাত্কারে কিয়ারা জানিয়েছেন, সলমন খান শুরুতেই তাঁকে নাম বদলে ফেলার নির্দেশ দিয়েছিলেন।

কিয়ারা আদবানি এখন চর্চার কেন্দ্রে। ‘ওয়ার টু’ ছবিতে তাঁর বিকিনি লুক ভাইরাল হয়েছে। স্বাধীনতা দিবসের মরসুমেই আসবে এই ছবি। তবে বলিউডে পা রেখেই কিয়ারাকে বদলে ফেলতে হয়েছিল তাঁর নাম। একটা সাক্ষাত্কারে কিয়ারা জানিয়েছেন, সলমন খান শুরুতেই তাঁকে নাম বদলে ফেলার নির্দেশ দিয়েছিলেন। কেন এমনটা বলেন সলমন?
আসলে কিয়ারার নাম আলিয়া। সলমন খান বলেন যেহেতু ইন্ডাস্ট্রিতে আলিয়া ভাট কাজ করছেন, তাই দর্শকের গুলিয়ে যেতে পারে, দু’ জন আলিয়া কাজ করলে। যেহেতু আলিয়া আর কিয়ারা সমসাময়িক, সে কারণে আরও গুলিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তাই সলমন খান তাঁকে নাম বদলে ফেলার নির্দেশ দেন। কিয়ারার কথায়, ”তখন বেশ কয়েকটা নাম মাথার মধ্যে ছিল। যেগুলো আমার নতুন নাম হতে পারত। তবে কিয়ারা নামটা আমার বেশ পছন্দ ছিল।”
মজার ব্যাপার হল, কিয়ারার বর সিদ্ধার্থ মালহোত্রার প্রাক্তন প্রেমিকা হলেন আলিয়া ভাট। তাই এটা বলা যায়, সিদ্ধার্থ দু’ বার আলিয়া নামের কোনও মেয়ের প্রেমে পড়েছেন। শুধু দর্শকের যে কনফিউশন হতো, কিয়ারা আলিয়া নামটা ব্যবহার করলে, তা নয়। সিদ্ধার্থের জন্যও অদ্ভুত হতো, যদি তাঁর প্রাক্তন প্রেমিকা আর বউ দু’ জনের নাম আলিয়া হতো!
কিয়ারা সামনেই মা হবেন। এখন আলিয়ার সঙ্গে সিদ্ধার্থ আর কিয়ারার সম্পর্ক বেশ ভালো। আলিয়া প্রাক্তন হয়েও দম্পতির যে সন্তান আসবে তার জন্য শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন। আলিয়াও মা হয়েছেন আগেই। রণবীর কাপুরের সঙ্গে তাঁর এখন সুখের সংসার।
