ষাটে পা দিয়েও সলমনের আগুনের মতো তেজ! “ব্যাটল অব গালওয়ান” ছবির টিজারে বড় চমক ভাইজানের
২৬ তারিখ ভোর রাত থেকেই সলমনের বার্থডে সেলিব্রেশন শুরু হয়েছিল পনভলের ফার্ম হাউজে। যেখানে উপস্থিত ছিলেন, তাঁর পরিবারের লোক এবং কাছের মানুষজন। আর এদিনই অনুরাগীদের সলমন উপহার দিলেন, "ব্যাটল অব গালওয়ান" ছবির টিজার। যেখানে তাঁকে দেখা গিয়েছে, কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে।

ষাটে পা দিয়েও একেবারে অ্য়াকশন প্যাকড সলমন খান। আর বলিউডের ভাইজান যে একেবারেই বুড়ো হননি, তা বুঝিয়ে দিল তাঁর আসন্ন ছবি “ব্যাটল অব গালওয়ান” ছবির টিজার। ৬০তম জন্মদিনেই সলমন ফের দেখিয়ে দিলেন তাঁর দাবাং অবতার।
২৭ ডিসেম্বর ষাটে পা দিলেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সলমন খান। ২৬ তারিখ ভোর রাত থেকেই সলমনের বার্থডে সেলিব্রেশন শুরু হয়েছিল পনভলের ফার্ম হাউজে। যেখানে উপস্থিত ছিলেন, তাঁর পরিবারের লোক এবং কাছের মানুষজন। আর এদিনই অনুরাগীদের সলমন উপহার দিলেন, “ব্যাটল অব গালওয়ান” ছবির টিজার। যেখানে তাঁকে দেখা গিয়েছে, কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে।
ছবির নির্মাতারা জানিয়েছেন, ‘ব্যাটল অফ গালওয়ান’-এ সলমন খানকে দেখা যাবে এযাবৎকালের অন্যতম সেরা এবং শক্তিশালী চরিত্রে। কর্নেল সন্তোষ বাবুর ভূমিকায় তিনি অভিনয় করেছেন এক অদম্য জেদ আর শান্ত কাঠিন্যের মিশেলে। তাঁর পরিণত লুক, নিয়ন্ত্রিত ক্রোধ এবং তীক্ষ্ণ নীরবতা প্রতিটি দৃশ্যে এক গভীর গভীরতা তৈরি করেছে। বিশেষ করে ছবির শেষ মুহূর্তের দৃশ্যগুলিতে সলমনের সেই অবিচল চাউনি দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে বলে দাবি করা হচ্ছে।
ছবির নির্মাতা ও কলাকুশলীদের মতে, টিজার মুক্তির জন্য সলমনের জন্মদিনটিকে বেছে নেওয়ার পেছনে ছিল গভীর ভাবনা। তাঁরা জানিয়েছেন, “২৭ ডিসেম্বর শুধুমাত্র একটি তারিখ নয়, বরং সলমন খানের বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন এবং তাঁর দীর্ঘ কয়েক দশকের অবদানকে সম্মান জানানোর এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা।” প্রিয় তারকার ৬০তম জন্মদিনে এর চেয়ে বড় পাওনা তাঁর ভক্তদের কাছে আর কিছুই হতে পারে না।
অপূর্ব লাখিয়া পরিচালিত এই যুদ্ধভিত্তিক ছবিটি আগামী ১৭ এপ্রিল, ২০২৬ তারিখে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। গালওয়ান উপত্যকার বীরত্বের সেই প্রেক্ষাপট সলমন খানের মতো মেগাস্টারের অভিনয়ের মাধ্যমে কতটা জীবন্ত হয়ে ওঠে, এখন সেই অপেক্ষায় প্রহর গুনছে গোটা বলিউড।
