Abhishek Banerjee: ‘আমরা সুপ্রিম কোর্টে যাব তো…’, কমিশনের বিরুদ্ধে বড় পদক্ষেপের হুঙ্কার অভিষেকের
সাংসদ অভিষেক এ দিন আরও একবার বলেছেন, বিজেপি বলেছিল বাংলা হল আঁতুড়ঘর। অথচ বাকি যে সব রাজ্যে এসআইআর হচ্ছে, সেখানের থেকে কম সংখ্যক নাম বাংলায় বাদ গিয়েছে। কমিশনের উচিৎ কান ধরে ক্ষমা চাওয়া। এমনকি তৃণমূল সাংসদ এ দিন এও অভিযোগ করেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি (নামে অসঙ্গতি) নিয়ে।

কলকাতা: আজ শুরু হয়েছে বাংলায় শুনানি। আর শুনানি শুরুর দিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বসলেন সাংবাদিক বৈঠকে। সেখান থেকে একের পর এক তোপ দাগলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তাঁর প্রশ্ন, এত কম সময়ের মধ্যেই কমিশন কীভাবে ঘোষণা করল ১ কোটি ৩৬ লক্ষের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে বাংলায়? এমনকী তিনি সুপ্রিম কোর্ট যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।
সাংসদ অভিষেক এ দিন আরও একবার বলেছেন, বিজেপি বলেছিল বাংলা হল আঁতুড়ঘর। অথচ বাকি যে সব রাজ্যে এসআইআর হচ্ছে, সেখানের থেকে কম সংখ্যক নাম বাংলায় বাদ গিয়েছে। কমিশনের উচিৎ কান ধরে ক্ষমা চাওয়া। এমনকি তৃণমূল সাংসদ এ দিন এও অভিযোগ করেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি (নামে অসঙ্গতি) নিয়ে। এরপর সেই তালিকা বের করার কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি কমিশনকে তালিকা বের করার সময়সীমাও বেঁধে দিয়েছেন।
অভিষেক বলেন, “কমিশন আপনি লোকাছেন কেন? বিজেপি লক্ষ্য মাত্রা বেঁধে দিয়েছিল তাই?আপনি বিজেপির কমিশনার না। নির্বাচন কমিশন এর হয় লিস্ট প্রকাশ করুন নাহলে ক্ষমা চান। ১ কোটি ৩৬ লক্ষের লজিক্যাল ডিসক্রিপেন্সি? ইয়ার্কি? বিএলওদের কাজ করতে এত দিন লাগছে। DGPI কমিশন অব ইন্ডিয়া সীমা খান্না কি করছেন নির্বাচন কমিশনে। ওঁর চ্যাট রেকর্ড আমাদের কাছে আছে। উনি কার অঙ্গুলি হেলনে কাজ করছেন? উনি মেনে নিচ্ছেন ভুল হচ্ছে। আমরা সুপ্রিম কোর্টে যাব তো। কোন সফটওয়ার ব্যবহার করে ১ কোটি ৩৬ লক্ষ বাঙালিকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ঢোকালেন? ডানকুনিতে আমাদের এক কাউন্সিলর সূর্যকে মৃত দেখিয়ে দিয়েছে।”
