AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সলমনের বাড়ির ছেলে শাহরুখ! কোন সত্যি সামনে আনলেন বাদশা?

বলিউডের তিন খানকে এক মঞ্চে দেখার ইচ্ছা দর্শকের কখনওই কমে না। দিওয়ালির মরসুমে তিন খানের একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যেখানে একটা সাক্ষাত্‍কারের জন্য মঞ্চে মাঝে বসলেন শাহরুখ খান। তাঁর ডানদিকে ছিলেন সলমন খান। আর বাঁদিকে ছিলেন আমির খান। সলমন এই সময়ে শাহরুখ প্রসঙ্গে যে কথাটা বলেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সলমনের বাড়ির ছেলে শাহরুখ! কোন সত্যি সামনে আনলেন বাদশা?
| Edited By: | Updated on: Oct 18, 2025 | 9:25 AM
Share

বলিউডের তিন খানকে এক মঞ্চে দেখার ইচ্ছা দর্শকের কখনওই কমে না। দিওয়ালির মরসুমে তিন খানের একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যেখানে একটা সাক্ষাত্‍কারের জন্য মঞ্চে মাঝে বসলেন শাহরুখ খান। তাঁর ডানদিকে ছিলেন সলমন খান। আর বাঁদিকে ছিলেন আমির খান। সলমন এই সময়ে শাহরুখ প্রসঙ্গে যে কথাটা বলেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বলিউডে তিন খানের সাফল্য নিয়ে কথা হচ্ছিল। সলমন বলেন, ”একটা জিনিস আবার বলে দিই। আমি আর আমির দু’ জনেই সিনেমার পরিবার থেকে বলিউডে পা রেখেছি। কিন্তু শাহরুখ দিল্লি থেকে এসে লড়াই করে নিজের জায়গা তৈরি করেছে।” সলমনের এই কথা বলার ভঙ্গিতেই বোঝা যায়, শাহরুখকে অনেকটা এগিয়ে রাখতে চান তিনি, তাঁর লড়াইয়ের জন্য। পাশাপাশি সিনেমার পরিবার থেকে বলিউডে পা রাখার কারণে, তিনি যে শাহরুখের তুলনায় বেশি সুবিধা নিয়ে এই ছবির দুনিয়ায় এসেছিলেন, সে কথা অকপটে স্বীকার করে নেন। সলমন এমনভাবে এই সত্যি সামনে এনেছেন, যাতে অনুরাগীরা বলছেন, সলমনের বড় মনের পরিচয় আরও একবার পাওয়া গেল।

সলমনের এই কথা শুনে বরাবরের মতোই দারুণ উত্তর দিলেন বাদশা। শাহরুখের বক্তব্য, ”আমিও সিনেমার পরিবার থেকেই বলিউডে পা রেখেছি। সলমনের পরিবারটা আসলে আমারই পরিবার”। এই কথোপকথন যখন চলছিল, তখন শাহরুখ শুধু আলোচনাতেই থেমে থাকতে চাননি। তিনি বলেন সলমনের সঙ্গে নাচতে চান। এবার দুই তারকা গিয়ে আমির খানের পিছনে দাঁড়ান। আমির একটা গান শুরু করেন। তার সঙ্গে শাহরুখ আর সলমন দু’ জনে নাচেন।

এই কথোপকথন বলিউড ঘিরে বহু বিতর্কের উত্তর দিয়েছে বলে মনে করা হচ্ছে। এক অনুরাগী লিখেছেন, ”সলমন খান আসলে নেপোটিজম বিতর্কের উত্তর দিলেন। সিনেমার পরিবার থেকে আসা কিছু তারকা যেমন বলিউডে চূড়ান্ত সফল, তেমনই একজন আউটসাইডার দেশের অন্যতম বড় তারকা। আগামী দিনেও বলিউড যে একজন বহিরাগতকে ফেরাবে না, তার প্রমাণ এটাই।”