AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৮ অগস্ট শোভিতার সঙ্গে বাগদান নাগার, ‘এই একই দিনে প্রাক্তন স্ত্রী সামান্থাও…’

আগে থেকে জানাননি কিছুই। কার্যত চুপিসারেই শোভিতা ধুলিপালার সঙ্গে বাগদান সেরে ফেলেছেন নাগা চৈতন্য, যিনি দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের সন্তানও বটে। সংখ্যাতত্ত্ব জানাচ্ছে, ৮ অগস্ট দিনটি নাকি বেশ শুভ। আজীবনের যাত্রা শুরু করার জন্য উপযুক্ত।

৮ অগস্ট শোভিতার সঙ্গে বাগদান নাগার, 'এই একই দিনে প্রাক্তন স্ত্রী সামান্থাও...'
| Updated on: Aug 08, 2024 | 9:47 PM
Share

আগে থেকে জানাননি কিছুই। কার্যত চুপিসারেই শোভিতা ধুলিপালার সঙ্গে বাগদান সেরে ফেলেছেন নাগা চৈতন্য, যিনি দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের সন্তানও বটে। সংখ্যাতত্ত্ব জানাচ্ছে, ৮ অগস্ট দিনটি নাকি বেশ শুভ। আজীবনের যাত্রা শুরু করার জন্য উপযুক্ত। সেই কারণেই যে নতুন পথচলার জন্য এই দিন বেছে নিয়েছেন ওঁরা তা একপ্রকার নিশ্চিত তাঁদের ভক্তরা। তবে সামান্থা রুথ প্রভুর ভক্তরা বেশ চটেছেন নাগার উপর। তাঁদের অভিযোগ, ‘সামান্থার অভিযোগ নিয়ে ছেলেখেলা করেছেন নাগা’। কেন উঠছে এই অভিযোগ?

না শোভিতাকে বিয়ে করা নিয়ে কোনও ক্ষোভ নেই তাঁদের মনে। বরং তাঁরা মনে করিয়ে দিয়েছেন নাগা ও শোভিতা যে তারিখে বিয়ে করেছেন ওই একই তারিখে বছর কয়েক আগে নাগাকে প্রপোজ করেছিলেন সামান্থা। নাগা হ্যাঁ বলেছিলেন। তাই সেই প্রসঙ্গ টেনে এনেই তাঁদের প্রশ্ন, “এত দিন থাকতে এই দিনটাকেই বাছতে হল?” সামান্থা অবশ্য এ যাবৎ নাগার বিয়ে নিয়ে কোনও মুখ খোলেননি। প্রাক্তন স্বামীর নতুন জীবনের উদ্দেশে এ যাবৎ তাঁর তরফে আসেনি কোনও শুভেচ্ছা বার্তাও।

প্রসঙ্গত, এ দিন সকালে অভিনেতা নাগার্জুন সামাজিক মাধ্যমে একটি টুইট করে লেখেন, “সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার ছেলে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বাগদান অনুষ্ঠিত হয়েছে আজ সকাল ৯টা বেজে ৪২ মিনিট। ওঁকে পরিবারের অংশ করতে পেরে আমরা উচ্ছ্বসিত। এই জুটিকে অনেক শুভেচ্ছা। সারাজীবন সুখী থাকুক। আজকে তারিখ ৮.৮. এক নতুন জীবনের শুরু।” ২০১৭ সালে সামান্থা ও নাগার বিয়ে হয়। তবে বিয়ের চার বছরের মধ্যেই বিচ্ছেদ হয় তাঁদের। নাগার বিরুদ্ধে ওঠে পরকীয়ার অভিযোগ।