পরিচালক রাজের সঙ্গে সহবাসে সামান্থা! নতুন বাড়ি খুঁজছেন নায়িকা?
তবে এবার সামান্থার নতুন পোস্ট নিয়েই বিনোদুনিয়ায় শোরগোল। গুঞ্জনপাড়া বলছে, নাগা চৈতন্যের সঙ্গে ডিভোর্সের চার বছর পর নিজের নতুন প্রেমকাব্যে সিলমোহর দিলেন অভিনেত্রী।

কয়েক মাস আগেই রটে গিয়েছিল পরিচালক রাজ নিদিমুরুর সঙ্গে নাকি প্রেম করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এমনকী, খুল্লমখুল্লা পরিচালকের সঙ্গে ছবিও দিয়েছিলেন তিনি। তবে এবার সামান্থার নতুন পোস্ট নিয়েই বিনোদুনিয়ায় শোরগোল। গুঞ্জনপাড়া বলছে, নাগা চৈতন্যের সঙ্গে ডিভোর্সের চার বছর পর নিজের নতুন প্রেমকাব্যে সিলমোহর দিলেন অভিনেত্রী। সোশাল মিডিয়াতে লিখলেন নতুন শুরুর কথা! আর এবার শোনা যাচ্ছে, পরিচালক রাজ নিদিমুরুর সঙ্গে নাকি লিভ ইন সম্পর্কে যেতে চলেছেন সামান্থা। শোনা যাচ্ছে, পরিচালক রাজের সঙ্গে থাকার জন্য নাকি নতুন বাড়িও খুঁজছেন দক্ষিণী নায়িকা।
চার বছর আগে দক্ষিণী সুপারস্টার নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় সামান্থার। অন্যদিকে, ২০২২ সালে রাজ ও তাঁর স্ত্রী শ্যামলীর ডিভোর্স হয়। দুজনেই নতুন করে ভালাবাসার মানুষ খুঁজছিলেন। অনুরাগীরা বলছেন, হয়তো এবার রাজ ও সামান্থা জুটি নতুন করে প্রেমের পথে হাঁটবেন।





