AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘একটা রাজনৈতিক ছবির অংশ হতে পেরে ভালো লাগছে’, শতাক্ষীর কোন ছবি আসছে?

এই ছবিটার জন্য বাইক চালানো শিখেছেন শতাক্ষী। তাঁর বক্তব্য, সাধারণত মেঠো চরিত্রে ভাবা হয় তাঁকে। এই ছবির চরিত্রটি তারচেয়ে একদম আলাদা, আর্বান চরিত্র।

'একটা রাজনৈতিক ছবির অংশ হতে পেরে ভালো লাগছে', শতাক্ষীর কোন ছবি আসছে?
| Edited By: | Updated on: Jun 19, 2025 | 12:44 PM
Share

নতুন বাংলা ছবি ‘কাল্পনিক’ তৈরি করেছেন পরিচালক অর্ক মুখোপাধ্যায়। এই ছবিটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে দেখানো হয়েছিল। তবে শহরে কবে মুক্তি পাবে ছবিটি তা সম্প্রতি ঘোষণা করা হল। ১১ জুলাই মুক্তি পাবে ছবিটা। ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শতাক্ষী নন্দীকে। এই ছবিতে একজন সাংবাদিকের চরিত্র করেছেন শতাক্ষী। কেমন অভিজ্ঞতা? TV9 বাংলাকে শতাক্ষী জানালেন, ”বাংলায় রাজনৈতিক ছবি খুব বেশি হয় না। এমন একটা ছবির অংশ হয়ে সেটা যে দর্শকদের সামনে নিয়ে আসতে পারব, সেটা ভালোলাগার জায়গা। আমি একজন সাংবাদিকের চরিত্র করছি। একটা ভুল খবর করার জন্য প্রথমে যে কোণঠাসা হয়ে যায়। তারপর সে যখন আর একটা ইন্টারেস্টিং স্টোরি কভার করতে শুরু করে, তখন অনুভব করে একটা গোলকধাঁধার মধ্যে ঢুকে পড়েছে। এই যে বিতর্ক তৈরি হয়, তখন একটা প্রশ্ন ওঠে, ও কি স্কেপগোট? নাকি ও এর মধ্যে আছে? এই চরিত্রটা করার জন্য অনেক মাস ধরে প্রস্তুতি নিয়েছি। পরিচালকের সঙ্গেও দীর্ঘদিন ধরে আলোচনা হয়। আমি যে সূক্ষ্মতা আনার চেষ্টা করেছি অভিনয়ে, আশা করি দর্শকদের ভালো লাগবে।” এই ছবিটার জন্য বাইক চালানো শিখেছেন শতাক্ষী। তাঁর বক্তব্য, সাধারণত মেঠো চরিত্রে ভাবা হয় তাঁকে। এই ছবির চরিত্রটি তারচেয়ে একদম আলাদা, আর্বান চরিত্র।

টলিউডে তাঁর সামনের জার্নিটা কীভাবে ডিজাইন করতে চান শতাক্ষী? শতাক্ষী বললেন, ”আমার সমসাময়িক যাঁরা বা আমার থেকে বেশি অভিজ্ঞ যাঁরা, তাঁরা অনেকেই আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে পেরেছেন কাজ নিয়ে। আমি সেই তুলনায় কম কাজ করেছি। আরও বেশি কাজ করার চেষ্টা করছি। এটুকু বুঝেছি, অভিনয় করার জন্য মানসিক এবং শারীরিকভাবে প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত রাখার কাজটা সহজ নয়। খেলার সঙ্গে যুক্ত মানুষরা যেমন করেন, সেরকম। আমি বাংলা ছবিতে কাজ করে প্রতিনিয়ত শিখছি। এখন আমি বিভিন্ন ধরনের চরিত্র করার সুযোগ পাচ্ছি।” এই মুহূর্তে চারটে ছবির কাজ শেষ করেছেন শতাক্ষী। কোনটা কখন মুক্তি পাবে, তা ঠিক হয়নি। আগামী দিনে এমন চরিত্র করতে চান, যার জন্য চেহারাতেও পরিবর্তন আনতে হতে পারে, সেটাও খোলসা করলেন অভিনেত্রী।