Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জাতীয় পতাকা ‘অবমাননা’? শিল্পার কাণ্ড দেখে বিতর্কের ঝড় ওঠে নেটপাড়ায়

Shilpa Shetty: সাধারণত ট্রোলের বিষয়টা এড়িয়ে চলেন শিল্পা শেট্টি। তবে এক্ষেত্রে তিনি আর চুপ থাকলেন না। সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন সপাট উত্তর। দেশভক্তি তাঁর লোক দেখানো নয়, তাঁর যা ভেতর থেকে এসেছে, তিনি সেটাই করেছেন বলে এদিন দাবি করে এক দীর্ঘ কমেন্ট করেন অভিনেত্রী

জাতীয় পতাকা 'অবমাননা'? শিল্পার কাণ্ড দেখে বিতর্কের ঝড় ওঠে নেটপাড়ায়
Follow Us:
| Updated on: Jan 26, 2024 | 10:53 AM

৭৫ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে শুক্রবার সকাল থেকে সেলিব্রেশনের জোয়ার। সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই এদিন নিজ নিজ কায়দায় সেলিব্রেট করছেন এই দিনটি। জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে এই জাতীয় পতাকা তুলেই এবার কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রী শিল্পা শেট্টিকে। ২০২৩ সালের স্বাধীনতা দিবস পালন করতে গিয়েই বিপত্তি। পতাকা উত্তোলন করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই তা নিয়ে তরজা তুঙ্গে উঠেছিল। ৭৭ তম স্বাধীনতা দিবসে গোটা দেশ জুড়ে চলছিল উৎসব। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারন মানুষ, সকলেই সেলিব্রেশনের ছবি শেয়ার করছিলেন সোশ্যাল মিডিয়ায়। তালিকা থেকে বাদ পড়েনি অভিনেত্রী শিল্পা শেট্টি। সেদিন সকালে পরিবারের সকলকে নিয়ে বাড়ির সামনে পতাকা উত্তোলন করেন তিনি। সকলেই পরেছিলেন এদিন সাদা পোশাক। কিন্তু সমস্যা ঘটল এই ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট হতে। নিন্দুকেরা খুঁজে বার করলেন শিল্পার পায় জুতো। মুহূর্তে প্রশ্ন ছুড়ে দিলেন নিন্দুকেরা, দিলেন উপদেশ– ‘পতাকা উত্তোলনের সময় জুতটা না পরে থাকলেই ভাল হতো’।

সাধারণত ট্রোলের বিষয়টা এড়িয়ে চলেন শিল্পা শেট্টি। তবে এক্ষেত্রে তিনি আর চুপ থাকলেন না। সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন সপাট উত্তর। দেশভক্তি তাঁর লোক দেখানো নয়, তাঁর যা ভেতর থেকে এসেছে, তিনি সেটাই করেছেন বলে এদিন দাবি করে এক দীর্ঘ কমেন্ট করেন অভিনেত্রী। ট্রোলারের উদ্দেশে করা সেই কমেন্টে কি লেখা রয়েছে ?

শিল্পা সেদিন নিজের পক্ষে যুক্তি দিয়ে লিখেছিলেন, ”আমি পতাকা উত্তোলনের নিয়ম সম্পর্কে অবগত। আমি অন্তর থেকে আমার দেশ ও আমার দেশের জাতীয় পতাকাকে সম্মান করি। ভারতীয় হিসেবে আমি গর্বিত। আজ আমার পোস্টটা হল সেই আবেগটা উদযাপন করা ও সকলের সঙ্গে ভাগ করে নেওয়া।” এখানেই শেষ নয়, তিনি ট্রোলারদের উদ্দেশে লেখেন, ”আপনাদের বলছি, আজকের দিনে দয়া করে নেগেটিভিটি ছড়াবেন না। আগে সঠিক তথ্য জানুন…।” শিল্পার এই পোস্ট মুহূর্তে চর্চার কেন্দ্রে জায়গা করে নেয়। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই কমেন্ট। যদিও শিল্পা শেট্টি নিয়ে এই চুপ থাকেননি কারণ স্বাধীনতা দিবসের দিন এটি এক ভীষণ স্পর্শকাতর বিষয়। তাই ভুল ধরিয়ে দিতে ট্রোলারদের জবাব দিলেন শিল্পা।