AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নতুন কিছু আসতে চলেছে জানাচ্ছেন ‘শ্রাবন্তীপুত্র’

তাঁর মুখ দেখা যাচ্ছে না। শুধু তাঁর হাতের আঙুলগুলো স্পষ্ট। ক্যাপশানে লেখা, ‘something big is coming up’। বাংলায় ‘বড় কিছু একটা আসতে চলেছে’।

নতুন কিছু আসতে চলেছে জানাচ্ছেন ‘শ্রাবন্তীপুত্র’
অভিমন্যু মুখোপাধ্যায়-এর সেই পোস্ট। লাইক দিয়েছেন শ্রাবন্তী নিজে।
| Updated on: Dec 02, 2020 | 8:26 PM
Share

Tv9 বাংলা ডিজিটাল: তাঁর বৈবাহিক সম্পর্কে ভাঙন ধরেছে, এ নিয়ে তোলপাড় বাংলার মিডিয়া। কখনও তাঁর স্বামীর বক্তব্য উঠে আসছে। কখনও নায়িকার ইনস্টা (Instagram) হ্যান্ডেলের চলছে পোস্ট মর্টেম। স্বামীর রোশনের সব ছবি উধাও হয়ে গিয়েছে তাঁর ফেসবুক-ইনস্টা থেকে। এমনও শোনা যাচ্ছে, নায়িকা বিগত কয়েক মাস ধরে স্বামীর সঙ্গে থাকছেন না।ওয়েবসিরিজের শুটিংয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন নিজেকে। এতক্ষণ ধরে যাঁকে নিয়ে কথা চলছে, তিনি টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম। শ্রাবন্তী চট্টোপাধ্যায়। (Srabanti chatterjee) এ সব নিয়ে জল্পনা চলবে। সম্প্রতি আরেক ঘটনা শুরু হল তাঁকে ঘিরে। অভিমন্যু চট্টোপাধ্যায়। শ্রাবন্তীর ছেলে। অভিমন্যু চট্টোপাধ্যায় (Abhimanyu Chatterjee) নামে থাকা একাধিক অ্যাকাউন্টের মধ্যে একটি থেকে পোস্ট হয়েছে ছবি এবং ভিডিও। ছবিতে মায়ের সঙ্গে রয়েছে অভিমন্যু। আর তার সঙ্গে রয়েছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে একজন মিউজিক্যাল যন্ত্র বাজাচ্ছেন। তবে তাঁর মুখ দেখা যাচ্ছে না। শুধু তাঁর হাতের আঙুলগুলো স্পষ্ট। ক্যাপশানে লেখা, ‘something big is coming up’। বাংলায় ‘বড় কিছু একটা আসতে চলেছে’।

View this post on Instagram

?‍?❤️

A post shared by ????????? ?????????? (@abhimanyuchatterjeee) on

ঠিক কী ‘বড়’ কিছু আসতে চলেছে তা অবশ্য স্প্ষ্ট হয়নি। আর এও স্পষ্ট নয় যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট করা হয়েছে তা ‘শ্রাবন্তীপুত্র’ অভিমন্যুর নিজের কি না। পোস্টটিতে লাইক পড়েছে প্রায় সাড়ে তিন হাজার। এবং অবাক হওয়ার বিষয়, লাইক দিয়েছেন শ্রাবন্তী নিজেও।

নিচে রইল সেই পোস্টের লিঙ্ক।

iew this post on Instagram
View this post on Instagram

Something big coming up ?

A post shared by ????????? ?????????? (@abhimanyuchatterjeee) on