AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রুক্মিণীর পর এবার ‘বিনোদিনী’ শুভশ্রী! কোন ছবিতে ‘নটী’র চরিত্রে নায়িকা?

বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে রুক্মিণী মৈত্রর 'বিনোদিনী: এক নটীর উপ্যাখান'। ইতিমধ্যেই বিনোদিনী রুক্মিণীকে পছন্দ করেছে দর্শক থেকে ফিল্ম সমালোচক। গোটা শহর জুড়ে যখন বিনোদিনী ম্যাজিক চলছে, ঠিক তখনই টলিউডের আরও এক বিনোদিনীর খোঁজ দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

রুক্মিণীর পর এবার 'বিনোদিনী' শুভশ্রী! কোন ছবিতে 'নটী'র চরিত্রে নায়িকা?
| Updated on: Jan 26, 2025 | 6:16 PM
Share

বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে রুক্মিণী মৈত্রর ‘বিনোদিনী: এক নটীর উপ্যাখান’। ইতিমধ্যেই বিনোদিনী রুক্মিণীকে পছন্দ করেছে দর্শক থেকে ফিল্ম সমালোচক। গোটা শহর জুড়ে যখন বিনোদিনী ম্যাজিক চলছে, ঠিক তখনই টলিউডের আরও এক বিনোদিনীর খোঁজ দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতের ক্যামেরার লেন্সেই এবার বিনোদিনী রূপে ধরা দেবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।  শনিবার এক পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকেই এমন ঘোষণা করলেন পরিচালক।

২০২১ সালে সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন ‘লহ গৌরাঙ্গের নাম রে’। ছবির প্রযোজক রাণা সরকার। ঘোষণার সময় জানা গিয়েছিল, সৃজিতের এই ছবিতে অভিনয় করবেন, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, প্রিয়াঙ্কা সরকার, ব্রাত্য বসু ও তৃণা সাহার মতো অভিনেতারা। এই ছবিতেই প্রিয়াঙ্কাকে দেখা যেত বিনোদিনীর চরিত্রে। এমনকী, প্রকাশ্যেও এসেছিল প্রিয়াঙ্কার বিনোদিনী লুক। তবে হঠাৎই রদবদল। সৃজিতই জানিয়ে দিলেন, প্রিয়াঙ্কা নয়, এবার তাঁর বিনোদিনী হবে শুভশ্রীই।

এমনকী, সম্প্রতি রাণা সরকারও এই ইঙ্গিত করে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন। যেখানে পরমব্রত, সৃজিতের ছবির সঙ্গে দেখা যায় শুভশ্রীকেও। এই ছবির ক্যাপশানেই রাণা লিখেছিলেন, “সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জনসজনে সঙ্গে রহো, চিরসখা হে, ছেড়ো না মোরে ছেড়ো না…”

রাণা সরকার ও সৃজিত জুটি আগেও টলিউডকে উপহার দিয়েছেন, ‘জাতিষ্মর’-এর মতো সুপারহিট ছবি। সুতরাং ‘লহ গৌরাঙ্গের নাম রে’, যে বড় চমক হতে চলেছে তা বলাই বাহুল্য।