AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফেলুদা থেকে সৃজিতের অবসর, তবে তাঁর পরিচালনাতেই আসছে ফেলুদার গল্প!

এই বছর ২মে সন্দীপ রায়ের উপস্থিতিতে সৃজিত পরিচালিত 'ফেলুদা ফেরত' সিজনের দ্বিতীয় ওয়েব সিরিজের পোস্টার মুক্তি পাবে। 'যত কাণ্ড কাঠমাণ্ডুতে' তৈরি করেছেন সৃজিত। 'আড্ডা টাইমস' প্ল্যাটফর্মের জন্য এই কাজটা পরিচালক করেছিলেন কিছু বছর আগে।

ফেলুদা থেকে সৃজিতের অবসর, তবে তাঁর পরিচালনাতেই আসছে ফেলুদার গল্প!
| Edited By: | Updated on: May 03, 2025 | 10:29 AM
Share

সৃজিত মুখোপাধ্যায় ফেলুদার একাধিক গল্প নিয়ে ওয়েব সিরিজ তৈরি করেছেন। যেখানে ফেলুদার ভূমিকায় দেখা যায় টোটা রায়চৌধুরীকে। আর জটায়ুর ভূমিকায় থাকেন অনির্বাণ চক্রবর্তী। শেষ যে ওয়েব সিরিজ নিয়ে এসেছে এই টিম, সেটা ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’। ‘হইচই’ প্ল্যাটফর্মের জন্য পরিচালক তৈরি করেছিলেন এই ওয়েব সিরিজ। মুক্তির সময়ে ঘোষণা করে দেন, তিনি আর ফেলুদা তৈরি করবেন না। অন্তত ছোটপর্দার জন্য। কিন্তু আগামিকাল টোটাকে নিয়েই সৃজিত পৌঁছে যাবেন রায়বাড়িতে। ২ তারিখ কিংবদন্তি পরিচালক সত্যজিত্‍ রায়ের জন্মদিনে দিনভর অতিথিরা আসতে থাকেন এই বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন করার জন্য। আবার কিংবদন্তির সৃষ্ট কোনও কিছুকে ভিত করে কিছু নির্মাণ করলেও পরিচালকরা ছুঁয়ে আসেন রায়বাড়ি। এটা একপ্রকার শ্রদ্ধাজ্ঞাপনের মতো। এই বছর ২মে সন্দীপ রায়ের উপস্থিতিতে সৃজিত পরিচালিত ‘ফেলুদা ফেরত’ সিজনের দ্বিতীয় ওয়েব সিরিজের পোস্টার মুক্তি পাবে। ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ তৈরি করেছেন সৃজিত। ‘আড্ডা টাইমস’ প্ল্যাটফর্মের জন্য এই কাজটা পরিচালক করেছিলেন কিছু বছর আগে। এই বছরের দুর্গাপুজোতে সেটা মুক্তি পাবে, সূত্রের খবর এমন।

কিন্তু এই গল্পে টুইস্ট আছে। কারণ ‘হইচই’ প্ল্যাটফর্মের জন্য ফেলুদার নতুন ওয়েব সিরিজের শুটিং করছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। টোটা আর অনির্বাণের টিম যোগ দিয়েছে সেখানে। সৃজিত উত্‍সাহ দিচ্ছেন এই ওয়েব সিরিজকে। তবে দর্শকের দিক থেকে বিচার করলে, একবার সৃজিতের পরিচালনায় ফেলুদা দেখতে হবে। আবার একই বছরে কমলেশ্বরের পরিচালনাতে ফেলুদা দেখতে হবে। দুই জায়গাতেই ফেলুদা টোটা। তাই এবার লড়াই দুই পরিচালকের মধ্যে। কোন ফেলুদা নম্বরের অঙ্কে এগোবে, কোনটা দর্শকের বেশি পছন্দ হবে, সেটা সময় বলবে।