এবার সিরিয়ালে শুভশ্রী? ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে কোন চমক অপেক্ষায়
'ধূমকেতু' ছবির প্রচারে কদিন আগেই দেব-শুভশ্রী জুটির একসঙ্গে স্টেজ শেয়ার দেখে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। একের পর এক হিট ছবির পর একজন প্রযোজক হিসেবেও সফল শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

সিরিয়ালের সেটে হঠাৎই আগমন সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। সিরিয়ালের নাম ‘গৃহপ্রবেশ ‘। সিরিয়ালের সেটে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আগমন নিয়ে খোঁজ করতে গিয়ে TV9বাংলার কাছে এল নতুন খবর। স্টার জলসা চ্যানেলের ‘গৃহপ্রবেশ ‘ ধারাবাহিকের নতুন মোড় আসতে চলেছে। রায়বাড়ির পুরো পরিবার এবার বিদেশ থেকে দেশে ফিরছে। দেশের নতুন বাড়িতে এবার হবে গৃহপ্রবেশ। এই গৃহ পুজোকে কেন্দ্র করেই রয়েছে নানা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আরও অন্যান্য তারকাদের সঙ্গে হাজির সিলভার স্ক্রিনের সুপারস্টার শুভশ্রী।
এই ধারাবাহিকের সেটে তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, “এই ধারাবাহিকের প্রযোজক আমি। আমার ছবি ‘গৃহপ্রবেশ ‘ বড় পর্দায় দারুণ সফল। তবে আমার ছবি মুক্তির আগেই এই গৃহপ্রবেশ ধারাবাহিক ছোট পর্দায় দর্শকদের ভালবাসা পেয়েছিল। তাই আমার ইচ্ছে ছিল এই ধারাবাহিকে এসে আমি আমার ছবির প্রচার করি, তবে সিনেমার প্রযোজক রাজি হয়নি। তাই তখন আশা হয়নি। এখন আশার সুযোগ পেলাম।” শুভশ্রী আরও বলেন, “আমার বাড়িতে কোনও উৎসবে যেমন সকলে আনন্দ করে, এই ধারাবাহিকের গিন্নি শুভলক্ষ্মীর পরিবারে আমাদের আশার কারণ উৎসবে সামিল হওয়া। এক জমজমাট পর্ব পেতে চলেছে দর্শক।”
প্রসঙ্গত ‘ধূমকেতু’ ছবির প্রচারে কদিন আগেই দেব-শুভশ্রী জুটির একসঙ্গে স্টেজ শেয়ার দেখে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। একের পর এক হিট ছবির পর একজন প্রযোজক হিসেবেও সফল শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আগামী ১০ অগষ্ট সুপারস্টারদের সঙ্গে গৃহপ্রবেশ ধারাবাহিকের সদস্যের জমজমাট উৎসব পালন। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি এই পর্বে থাকছেন কাঞ্চন মল্লিক, অদিতি মুন্সি সহ অন্যান্য শিল্পীরা।
