শুটিং ফ্লোরে নটী বিনোদিনীর রূপ, প্রায় দশ দিন নিরামিষ খাচ্ছেন শুভশ্রী
এই বছর যে তিনটে পারফরম্যান্স নিয়ে শুভশ্রী বড়পর্দায় আসছেন, সেগুলো দেখার জন্য় অপেক্ষা করছেন দর্শকরা। তিনটি ছবিই রয়েছে চর্চার কেন্দ্রে। এর আগে রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রী দারুণ কাজ করেছেন। এখন সৃজিত-শুভশ্রী জুটির কাজ কতটা আকর্ষণীয় হয়, সেটা দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু হয়েছে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে নটী বিনোদিনীর চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এই মুহূর্তে শহরে চলছে ছবিটার শুটিং। শ্রীচৈতন্য রূপে মঞ্চে যেভাবে উপস্থিত হয়েছিলেন নটী বিনোদিনী, সেই লুক আপাতত সামনে আনা হয়েছে। এক সূত্র জানাচ্ছে, ”প্রস্তুতি পর্ব থেকেই এই চরিত্রটি করার বিষয়টাকে সৌভাগ্য মনে করেন শুভশ্রী। তিনি নিজে জগন্নাথ দেবের ভক্ত। ১০ তারিখ থেকে এই ছবিটার জন্য শুটিং শুরু করেছেন শুভশ্রী। তখন থেকে নিরামিষ খাচ্ছেন শুভশ্রী।” শুভশ্রী যেসব চরিত্র করেছেন, তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র এটা। তাই এই ছবিতে নায়িকার পারফরম্যান্স দেখার জন্য যে অপেক্ষা করে থাকবেন অনুরাগীরা, তা নিয়ে সংশয় নেই।
শহরে এখন বড়পর্দায় চলছে শুভশ্রী অভিনীত ‘গৃহপ্রবেশ’। সেই ছবিতে শুভশ্রীর কাজ দেখে মুগ্ধ দর্শকের একটা বড় অংশ। ছবিতে জীতু কমলের সঙ্গে দেখা যাচ্ছে নায়িকাকে। আগামী শুক্রবার থেকে নন্দন-এ দেখানো হবে ছবিটা। আবার অগাস্ট মাসে ১৪ তারিখে সুপারস্টার দেব আর শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ মুক্তি পাওয়ার কথা। সেই ছবি দেখার জন্য দশ বছর অপেক্ষা করে রয়েছেন দেব আর শুভশ্রীর অনুরাগীরা।
এই বছর যে তিনটে পারফরম্যান্স নিয়ে শুভশ্রী বড়পর্দায় আসছেন, সেগুলো দেখার জন্য় অপেক্ষা করছেন দর্শকরা। তিনটি ছবিই রয়েছে চর্চার কেন্দ্রে। এর আগে রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রী দারুণ কাজ করেছেন। এখন সৃজিত-শুভশ্রী জুটির কাজ কতটা আকর্ষণীয় হয়, সেটা দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।
